মাহবুব পিয়াল ,ফরিদপুর জেলা প্রতিনিধি :
ফরিদপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে কৃষক লীগের ৫০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকাল ১০ টায় জেলা আওয়ামীলীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পনের মাধ্যমে দিবসটির কর্মসূচির শুরু হয়।
এ সময় জেলা আওয়ামীলীগ সভাপতি এ্যাডভেোকেট সুবল চন্দ্র সাহা, জেলা কৃষকলীগ সভাপতি শেখ শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট প্রদীপ কুমার দাস লক্ষণসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। পরে জেলা আওয়ামীলীগ কার্যালয় হতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের মুজিব সড়ক প্রদক্ষিণ করে ফরিদপুর প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়।এখানে অনুষ্টিত সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা কৃষকলীগ সভাপতি শেখ শহীদুল ইসলাম।এসময় জেলা কৃষকলীগের সাধারন সম্পাদক এ্যাডভোকেট প্রদীপ কুমার দাস,সালথা উপজেলা কৃষকলীগের সভাপতি সেলিম মোল্লা সহ অন্যন্যার বক্তব্য রাখেন।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।