ইউক্রেনের সেনাবাহিনীর কাছে তাদের প্রয়োজনীয় সব অস্ত্র থাকলে ইতিমধ্যেই যুদ্ধ শেষ হয়ে যেতো বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। প্রেসিডেন্ট তার রাতের ভাষণে এ কথা বলেন।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ভলোদিমির জেলেনস্কি বলেন, ‘যদি আমাদের প্রয়োজনীয় সব অস্ত্রের অনুমতি থাকতো, যেগুলো আমাদের অংশীদারদের কাছে রয়েছে এবং যা রাশিয়ার ব্যবহৃত অস্ত্রের সঙ্গে মিল। তাহলে আমরা ইতিমধ্যেই এই যুদ্ধ শেষ করে ফেলতাম।’
তিনি বলেন, ‘এটি অন্যায়। কারণ, তার দেশ এখনো এর অংশীদাররা বছরের পর বছর ধরে কোথায় কী সঞ্চয় করেছে, তা জিজ্ঞাসা করতে বাধ্য হচ্ছে।’
‘আমাদের এখানে এবং এখন যে গোলাবারুদ দরকার তা যদি তাদের কাছে থাকে, তাহলে স্বাধীনতা রক্ষায় সাহায্য করা সবার আগে তাদের নৈতিক দায়িত্ব,’ যোগ করেন ইউক্রেনের প্রেসিডেন্ট।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।