উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তরের আদেশ দিয়েছে যুক্তরাজ্যের একটি আদালত। ফলে ১০ বছরেরও বেশি সময় আগে যুক্তরাষ্ট্রের গোপনীয় তথ্য ফাঁস করার দায়ে গুপ্তচরবৃত্তির অভিযোগের মুখোমুখি হতে হবে তাকে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে জানা যায়, লন্ডনের ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেট আদালত বুধবার (২০ এপ্রিল) অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করার জন্য একটি আনুষ্ঠানিক আদেশ জারি করেছে।
তবে আদালতের এই আদেশের পরেই অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রে পাঠানো হচ্ছে না। যুক্তরাষ্ট্রে যাওয়া আটকানোর জন্য তার কাছে এখনও আইনি প্রক্রিয়া অবশিষ্ট রয়েছে। আদালতের জারিকৃত এই আদেশ যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেলের কাছে পাঠানো হবে। তিনিই চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রে পাঠানো হবে কিনা তা নিয়ে। প্যাটেলের কাছে আবেদন করার জন্য এখনও চার সপ্তাহ সময় আছে অ্যাসাঞ্জের আইনজীবীর। আবার প্যাটেলও হস্তান্তরে অনুমোদন দিয়ে দিলে তখন আদালতের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদনও করতে পারবেন অ্যাসাঞ্জ। এরপর আদালত পুনরায় সেটি যাচাই-বাছাই করবেন।
গত মাসে যুক্তরাষ্ট্রে হস্তান্তরের বিরুদ্ধে যুক্তরাজ্যের সুপ্রিম কোর্টে করা অ্যাসাঞ্জের আপিল খারিজ করে দেওয়ার এই সংক্ষিপ্ত শুনানি অনুষ্ঠিত হয়। মাত্রে সাত মিনিটের শুনানিতেই অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রে হস্তান্তরের আদেশ দেন চিফ ম্যাজিস্ট্রেট পল গোল্ডস্প্রিং।
আদালতের এই আদেশের ফলে অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রে ফেরানোর প্রক্রিয়া অনেকটা সহজ হবে পূর্বের চেয়ে। যুক্তরাষ্ট্রে ফিরে গেলে সেখানে তাকে বিচারের মুখোমুখিও হতে হবে অ্যাসাঞ্জকে।
Leave a Reply