দীর্ঘ দিন ধরে বলিউড অভিনেতা সালমান খান ও শাহরুখ খানের মুখ দেখাদেখি বন্ধ ছিল। অভিনেত্রী ক্যাটরিনা কাইফের জন্মদিনের পার্টিতে ঘটা তুচ্ছ একটি ঘটনা থেকে শুরু মনোমালিন্য শুরু হয় তাদের। আর এর জের ধরেই ভারতীয় সিনেমার করণ-অর্জুনের সম্পর্কে চিড় ধরে। অবশেষে সব দূরত্ব ভুলে ২০১৪ সালে বাবা সিদ্দিকীর ইফতার পার্টিতে সালমান খানকে বুকে টেনে নিয়েছিলেন শাহরুখ খান। যে ছবি আজও গাঁথা রয়েছে দুই তারকার ভক্তদের হৃদয়ে। রবিবার আবারও বাবা সিদ্দিকীর ইফতার পার্টিতে হাজির হন বলিউডের দুই তারকা। এ পার্টিতে তারা দুজনেই ‘ট্যুইনিং’ অর্থাৎ একই রঙের পোশাক পরে আসেন। খবর হিন্দুস্তান টাইমসের।
করোনার জেরে দুই বছর বন্ধ থাকার পর চলতি বছর ফের একবার মহারাষ্ট্রের সাবেক বিধায়ক বাবা সিদ্দিকী গ্র্যান্ড ইফতার পার্টির আয়োজন করেছিলেন। আর সেখানে হাজির হন সালমান খান, শাহরুখ খান, হিনা খান, এশা গুপ্তাসহ আরও অনেকে। এসময় কালো রঙের শার্ট ও ব্লু ডেনিমে ইফতার পার্টিতে হাজির হন সালমান। অন্যদিকে কালো পাঠানি স্যুটে পার্টির শোভা বাড়ালেন কিং খান। শনিবার রাতে রণবীর-আলিয়ার রিসেপশনেও সালমানের সঙ্গে দেখা করেননি শাহরুখ খান। এবার অবশ্য তেমনটি ঘটল না, রীতিমতো ‘সালাম’ ঠুকতে দেখা গেছে বলিউডের এই বাদশাকে।
এদিন ছোট পর্দার এক ঝাঁক তারকাও পৌঁছেছিলেন বাবা সিদ্দিকীর ইফতার পার্টিতে। রশমি দেশাই, করণ কুন্দ্রা, তেজস্বী প্রকাশ, ঊবর্শী ঢোলাকিয়ারাও অংশ নেন এই জশন-এ। তবে নিঃসন্দেহে পার্টির মধ্যমণি ছিলেন সালমান-শাহরুখ।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।