মাহবুব পিয়াল,ফরিদপুর : বাংলাদেশ আওয়ামী যুবলীগ ফরিদপুর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক খান মোহাম্মাদ শাহ্ সুলতান রাহাত এর নির্দেশনায় কোতয়ালী থানা যুবলীগ নেতা মোঃ জুয়েল খানের উদ্যোগে রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।
শুক্রবার বিকেলে বৈরী আবহাওয়া ও প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের গদাধরডাঙ্গী নদীর ওপার পদ্মারচরে গুচ্ছ গ্রামের রোজাদারদের মাঝে এ ইফতার বিতরণ যুবলীগ নেতা মোঃ জুয়েল খান । এ সময় যুবলীগ নেতা মোঃ হাবিব, মোঃ জাকির হোসেন, মোঃ রুহুল আমিন, মোঃ জাফর, জহুরুল, নাজমুল, বিপ্লব, শুভ, সজীব, আনিস, রিপন, রিয়াজুল, রাকিব, শাকিল, ইমন, সাকিব, নয়ন, মুরাদ ও মোঃ মোশারফ হোসেন মুশা সহ কোতোয়ালী থানা যুবলীগ ও আলিয়াবাদ ইউনিয়ন যুবলীগের দুই শতাধিক নেতা কর্মী উপস্থিত ছিলেন ।
ইফতার বিতরণ অনুষ্ঠানে কোতয়ালী থানা যুবলীগ নেতা মোঃ জুয়েল খান বলেন, যে কোনো অসহায় ও বিপদ গ্রস্থ মানুষে পাশে সবসময় মানবিক যুবলীগ রয়েছে,যুবলীগের প্রতিটি নেতাকর্মী মানুষের কল্যানে নিবেদিত প্রাণকর্মী হিসেবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে পুনরায় দেশের উন্নয়নকে অব্যাহত রাখতে হবে।
ইফতারের পূর্ব দেশ ও জাতির কল্যান,সমৃদ্ধি ও শান্তি কামনা করে দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
Leave a Reply