ক্রিকেটারের পাশাপাশি ব্যবসায় ভালোই বিস্তৃতি ঘটিয়েছেন সাকিব আল হাসান।
একটার পর একটা ব্যবসায় নিজেকে সম্পৃক্ত করছেন। হোটেল ব্যবসা থেকে এগ্রোফার্ম, ই-কমার্স, স্বর্ণের বার, ব্যাংকের মালিকানায় অংশিদার হতে চেয়েছিলেন।
এতো সব ব্যবসার ভিড়েও সাকিব জানালেন, তার মনযোগ শুধু খেলার মাঠেই। ব্যবসায় সময় দেন না, ক্রিকেট নিয়ে ব্যস্ত থাকেন।
শুক্রবার বিকেলে রাজধানীর বনানীতে গোল্ড বারের একটি ব্যবসাপ্রতিষ্ঠান উদ্বোধন করেন সাকিব। সেখানেই সংবাদমাধ্যমের সঙ্গে আলাপে এসব কথা বলেন তিনি।
বিশ্বসেরা অন্যতম অলরাউন্ডার বলেন, ‘আমার হয়তো অনেকগুলো ব্যবসা আছে। কিন্তু ওগুলোতে আমি কখনই নিজে সময় দেই না। হয়তো আমি অনুষ্ঠান বা এরকম কিছুতে আসি কিন্তু নিজে কোন অফিস বা এমন কিছু করি না। সেসব জায়গায় কোয়ালিফাইড লোক থাকে যেন কাজটা ভালোভাবে চালিয়ে নেওয়া যায়।’
এ সময় আসন্ন শ্রীলংকা সিরিজ নিয়েও কথা বলেন তিনি।
এ সিরিজে নিজেদেরই এগিয়ে রাখলেন টাইগার অলরাউন্ডার।
সাকিব বলেন, ‘অবশ্যই প্রত্যাশা থাকবে ভালো করার। আমাদের লক্ষ্য থাকবে সিরিজ জেতার। আমার কাছে মনে হয় আমাদের ভালো করার সম্ভাবনা খুবই বেশি। যদিও আমাদের দুই দেশের কন্ডিশন প্রায় একই। কিন্তু আমি আশাবাদী যে আমরা সিরিজটা জিততে পারব।’
প্রসঙ্গত, ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে দুই টেস্টের সিরিজ খেলবে বাংলাদেশ। ১৫ মে শুরু প্রথম টেস্ট।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।