‘তোমার রান্নার হাতটা একটু দেখবো’- সংলাপটি খুব চেনা নয় কি? হ্যাঁ, এটি জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’র হাবু ভাই চরিত্রে অভিনয় করা চাষী আলমের মুখে বারবার উচ্চারিত হয়েছে। ক্যারিয়ারে অনেক নাটকেই অভিনয় করেছেন চাষী আলম। কখনো রাজনীতিবিদ আবার কখনো ভিলেন। তবে ব্যাচেলর পয়েন্টের হাবু ভাই চরিত্র তাকে নিয়ে গেছে অন্যরকম জনপ্রিয়তায়।
সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে একান্তে আলাপকালে নিজের ব্যক্তিজীবন নিয়ে খোলামেলা কথা বলেছেন হাবু ভাই ওরফে চাষী আলম। তিনি বলেন, ‘আমাকে এত কাজে নেয় না। হয়তো ক্যারেক্টার মিলে না। ক্যারেক্টার মিলতে তো হবে, তা না হলে তো আমাকে নিবে না।’
সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা নিয়ে অভিনেতার ভাষ্য, ‘ওটা তো ব্যাচেলর পয়েন্টের কারণে। এতদিন যা ভাইরাল হয়েছে সব নাটকের দৃশ্য।’
ব্যক্তি হাবু ভাই প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি এত সকালে ঘুম থেকে উঠতে পারি না। একটা চাকরি করি, অফিসেও যাই দেরিতে। আমার সবকিছুই দেরিতে হয়। এই যে এখন জনপ্রিয়তা, এটাও দেরিতে এসেছে। কিন্তু আমি সব পাই।’
কোথায় চাকরি করেন জানতে চাইলে হাবু ভাই জানান, ‘আমি একটা এডভারটাইজিং এজেন্সিতে আছি।’
হাবু ভাই চরিত্রে অভিনয় করে অন্যরকম জনপ্রিয়তায় পেয়েছেন চাষী আলম। এখন আর কেউ তাকে চাষী বলে চিনে না, রাস্তায় বা অন্য কোথাও দেখা হলে ‘হাবু ভাই’ বলেই সম্ভোধন করে বলে জানিয়েছেন এই অভিনেতা।
অনুরাগীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমার জন্য দোয়া করবেন। ব্যাচেলর পয়েন্টের জন্যও দোয়া করবেন। বাংলা নাটকের প্রতি আগ্রহ দেখাবেন, বেশি বেশি বাংলা নাটক দেখবেন।’
Leave a Reply