ফ্রান্সের প্রেসিডেন্ট পদে এনামুয়েল ম্যাক্রোঁ জয়ী হয়েছেন। গতকাল রোববার অনুষ্ঠিত নির্বাচনে তিন সহজেই ল্য পেনকে হারিয়ে দ্বিতীয় মেয়াদের জন্য দেশটির সর্বোচ্চ পদে নির্বাচিত হন।
সম্ভাব্য ফলাফলে দেখা যাচ্ছে, তিনি প্রায় ৫৭-৫৮ ভাগ ভোট পেয়ে নির্বাচিত হচ্ছেন। আর তার প্রতিপক্ষ ল্য পেন পাচ্ছেন ৪১.৮ ভাগ ভোট। পেন এ নিয়ে তৃতীয়বার প্রেসিডেন্ট পদে লড়াই করে ব্যর্থ হলেন।
দ্বিতীয় বারের মতো ফ্রান্সের প্রেসিডেন্ট পদে জয়ী হওয়ায় এমানুয়েল ম্যাক্রোঁকে উক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিনন্দন জানিয়েছেন বলে প্রতিবেদন প্রকাশ করেছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
এক টুইটার পোস্টে ম্যাক্রোঁকে ইউক্রেনের সত্যিকারের বন্ধু বলেও অভিহিত করেন জেলেনস্কি। এসময় ইউরোপকে আরও একত্রিত ও শক্তিশালী করার বার্তাও দেন জেলেনস্কি।
দ্বিতীয় বারের মতো ফ্রান্সের প্রেসিডেন্ট হিসেবে জয়ী হয়েছেন ৪৪ বছর বয়সী এমানুয়েল ম্যাক্রোঁ। ফ্রান্সের নাগরিকরা রোববার (২৪ এপ্রিল) প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় ধাপে ভোট প্রয়োগ করেন। প্রতিদ্বন্দ্বী কট্টর ডানপন্থী মেরি লে পেনকে হারিয়ে ২০ বছরের মধ্যে দ্বিতীয় বার জয়ী হয়ে ইতিহাস গড়লেন ম্যাক্রোঁ।
এমানুয়েল ম্যাক্রোঁ পেয়েছেন ৫৮ দশমিক ৫৫ শতাংশ ভোট, অন্যদিকে, তার প্রতিদ্বন্দ্বী মেরি লে পেন পেয়েছেন ৪১ দশমিক ৪৫ শতাংশ ভোট।
সূত্র : আল জাজিরা
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।