অবৈধভাবে ইউরোপে যাওয়ার পথে লিবিয়ায় ৫৩২ জন বাংলাদেশিকে আটক করা হয়েছে। গত শনিবার দেশটির পূর্ব উপকূলীয় জেলা মিসরাতা থেকে তাদের আটক করে দেশটির পুলিশ। পরে তাদের লিবিয়ার রাজধানী ত্রিপোলির একটি বন্দিশিবিরে পাঠানো হয়। লিবিয়ার ইংরেজি দৈনিক লিবিয়া অবজারভার ও স্যাটেলাইট টিভি আল-আহরার এ খবর নিশ্চিত করেছে।
লিবিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল এস এম শামীম উজ জামান জানিয়েছেন, এখন পর্যন্ত দূতাবাস ২৪০ জনকে ইন্টারভিউ করা হয়েছে এবং এখানে আরও বাংলাদেশি আছে।
দেশে ফেরানোর প্রক্রিয়া সম্পর্কে তিনি বলেন, অবৈধপথে আসার কারণে ফেরত পাঠানোয় জটিলতা দেখা দেয় কারণ আইনি প্রক্রিয়া অনুসরণ করে তাদের ফেরত পাঠানো হবে। আমরা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে তাদের ফেরানোর বিষয়ে যোগাযোগ রাখছি।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।