1. admin@thedailypadma.com : admin :
প্রিমিয়ার ক্রিকেটের শিরোপা প্রথমবারের মত জিতল শেখ জামাল - দ্য ডেইলি পদ্মা
সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪৫ অপরাহ্ন

প্রিমিয়ার ক্রিকেটের শিরোপা প্রথমবারের মত জিতল শেখ জামাল

  • Update Time : মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২
  • ২৮৪ Time View

শেষ তিন ম্যাচের একটি জিতলেই শিরোপা জয়- এমন সমীকরণ দাঁড়ানোর পর প্রথম ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় হেরেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। আজ দ্বিতীয় ম্যাচেও ব্যাটিং ইউনিট সারা দেয়নি। তবে একপ্রান্ত আগলে রেখে খাদের কিনারায় পরে যাওয়া দলের হয়ে দাঁড়িয়ে গেলেন কাজী নরুল হাসান সোহান। নুরুল হাসানের ব্যাটে আজ আবাহনী লিমিটেডের বিপক্ষে ৪  উইকেটে জিতেছে শেখ জামাল।

এই জয় এক ম্যাচ বাকি থাকতেই প্রথমবারের মতো ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) শিরোপা এনে দিল শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে। গত বিপিএলে ইমরুল কায়েসের নেতৃত্বে শিরোপা জিতেছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এবার ডিপিএলে ইমরুলের অধিনায়কত্বে শিরোপা জিতল শেখ জামাল।

মঙ্গলবার (২৬ এপ্রিল) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তারকাবহুল আবাহনীকে ২২৯ রানেই আটকে রাখে শেখ জামাল। কিন্তু এই রান তাড়া করতেই দলটি যখন ৭৮ রানে ৫ উইকেট হারিয়ে বসল তখন মনে হচ্ছিল শেখ জামালের শিরোপা নিশ্চিতের আক্ষেপ আরেকটু বাড়ল। শিরোপা হাতছাড়া হওয়ার শঙ্কাও হয়তো অনেকের মনে খেলছিল! সেখান থেকে অনেকটা একাই শেখ জামালকে শিরোপা নিশ্চিত করার জয় এনে দেন সোহান। ৮১ বলে ঠিক ৮১ রানের অসাধারণ এক ইনিংস খেলে দলের জয় পর্যন্ত অপরাজিত ছিলেন তরুণ উইকেটরক্ষক ব্যাটার।

প্রথমে বোলিংয়ে নেমে তারকাবহুল আবাহনীকে শুরুতেই ধাক্কা দেয় শেখ জামাল। ৩৫ রানের মধ্যে নাইম শেখ, লিটন দাস, নাজমুল হোসেন শান্তকে ফেরায় দলটি। পারভেজ রসুল, রবিউল ইসলাম রবির স্পিনে মাঝের ওভারগুলোতেও সুবিধা করতে পারেনি আবাহনী। মাঝের সময়টাতে তৌহিদ হৃদয় ৭৫ বলে ৫৫ রানের একটা ইনিংস খেললেও অপরপ্রান্ত থেকে নিয়মিত বিরতিতে উইকেট পড়েছে।

তবে শেষ দিকে পাঁচ ছক্কা হাঁকিয়ে আবাহনীকে দুইশর ওপারে নিয়েছেন পেস অলরাউন্ডার সাইফউদ্দিন। পাঁচ ছক্কায় ৩৩ বলে ৪৪ রান করেন আট নম্বরে নামা সাইফউদ্দিন। সাতে নামা জাকের আলি ৭০ বলে ৪৭ রান করেন। শেষ পর্যন্ত ৪০ ওভারে ২২৯ রানে থেমেছে আবাহনী।

পরে জবাব দিতে নেমে মোহাম্মদ সাইফউদ্দিনের পেসে শুরুতেই বিপদে পড়ে শেখ জামাল। ৭৮ রানে পাঁচ উইকেট পরে যাওয়া দলটির হয়ে প্রথম চার ব্যাটারের কেউই বিশের ঘরে রান করতে পারেননি। তারপর নুরুল হাসান একপ্রান্ত আগলে রেখে যেভাবে এগুলেন তা রীতিমতো অবিশ্বাস্য!

পারভেজ রসুলকে নিয়ে ষষ্ঠ উইকেটে মাটি কামড়ে পড়ে থাকতে চাইলেন। ষষ্ঠ উইকেটে ৭২ রান তোলেন দুজন। পারভেজ রসুল ৪০ বলে ৩৩ রান করে ফেরেন। অভিজ্ঞ জিয়াউর রহমান এরপর নুরুল হাসানকে সঙ্গ দিয়েছেন দারুণভাবে। ২৬ বলে ৩৯ রান করে অপরাজিত ছিলেন জিয়াউর। নুরুল হাসান তার ৮১ বলে ৮১ রানের ইনিংসটি খেলতে চার মেরেছেন ৮টি, ছক্কা ২টি।

৪৭ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের জন্য ২৩২ রান তুলে ফেলে শেখ জামাল ধানমন্ডি ক্লাব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews