বাংলাদেশ সফরের শেষ দিনে আজ সুন্দরবন ভ্রমণে যাবেন ডেনমার্কের রাজকুমারী ম্যারি এলিজাবেথ ডোনাল্ডসন। সকাল ৯টায় হেলিকপ্টারযোগে সাতক্ষীরা পৌঁছানোর কথা রয়েছে তার।
এ উপলক্ষে সাতক্ষীরার বেশকিছু এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে সাতক্ষীরার তথ্য ও গণসংযোগ কর্মকর্তা মোজাম্মেল হক।
মোজাম্মেল হক জানান, ডেনমার্কের রাজকুমারী ম্যারি সকাল ৯টায় সাতক্ষীরার শ্যামনগরের মুন্সিগঞ্জের নির্ধারিত স্থানে হেলিকপ্টারযোগে পৌঁছাবেন। এরপর যাবেন উপকূলবাসীর সঙ্গে সময় কাটাতে। দুপুরে খাবেন বরসা রিসোর্টে, ঘুরবেন সুন্দরবনের কলাগাছিয়াতে। অতিথির নিরাপত্তার কথা বিবেচনায় বিটিভি ও পিআইডি ছাড়া অন্য কেউ সংবাদ সংগ্রহ করতে পারবেন না।
সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, জেলা প্রশাসন অতিথির সব আয়োজন সফল করতে নিরলস পরিশ্রম করে যাচ্ছে।
সুন্দরবন ভ্রমণ শেষে দুপুরের খাবার খেয়ে ডেনমার্কের রাজকুমারী আজই রওনা দেবেন ঢাকার উদ্দেশ্যে। এরপর রাতে তুরস্কের ইস্তাম্বুলের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন তিনি।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।