1. admin@thedailypadma.com : admin :
গেলো ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা কমেছে - দ্য ডেইলি পদ্মা
বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৩ পূর্বাহ্ন

গেলো ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা কমেছে

  • Update Time : বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২
  • ২৭১ Time View

চলমান করোনা মহামারিতে গেলো ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা কমেছে। তবে বেড়েছে আগের দিনের তুলনায় নতুন করে শনাক্ত হওয়া রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আড়াই হাজারের বেশি মানুষ। এই সময়ের ভেতর করোনায় নতুন করে আক্রান্তের সংখ্যা পৌঁছেছে প্রায় সাড়ে ৬ লাখে।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গেলো ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২ হাজার ৬৪৩ জন। আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা কমেছে প্রায় দেড় শতাধিক। এতে করে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬২ লাখ ৫৩ হাজার ২৯ জনে।

বিগত এক দিনে করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৪৫ হাজার ৪৮৪ জন, গতকালের তুলনায় যা বেড়েছে প্রায় ৩০ হাজার। এই নিয়ে মহামারির শুরু থেকে এখন পর্যন্ত করোনা আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১ কোটি ১৩ লাখ ৯১ হাজার ৪৩ জনে।

এদিকে গেলো ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে ইউরোপের দেশ জার্মানিতে। আর অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাজ্য। বিগত ২৪ ঘণ্টাসহ বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৫১ কোটি ১৩ লাখ, অন্যদিকে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৬২ লাখ ৫৩ হাজার।

গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি করোনা সংক্রমণের ঘটনা ঘটেছে জার্মানিতে। এই সময়ে দেশটিতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১ লাখ ২৪ হাজার ৮৬৩ জন এবং মারা গেছেন ২৪৫ জন। করোনা মহামারির শুরু থেকে ইউরোপের এই দেশটিতে এখন পর্যন্ত ২ কোটি ৪৪ লাখ ৮৮ হাজার ২৪২ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৩৫ হাজার ৩৬৯ জন মারা গেছেন।

গেলো ২৪ ঘণ্টায় প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাজ্য। এই সময়ে দেশটিতে নতুন করে করোনা আক্রান্ত মারা গেছেন ৩০৪ জন এবং নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৫৪ জন। মহামারির শুরু থেকে এখন পর্যন্ত দেশটিতে ২ কোটি ২০ লাখ ১১ হাজার ৯২০ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৭৪ হাজার ৪৪৮ জন মারা গেছেন।

এদিকে যুক্তরাষ্ট্রে গেলো ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫৫ হাজার ৬ জন এবং মারা গেছেন ৩০৩ জন। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত ৮ কোটি ২৮ লাখ ৭২ হাজার ৮৯২ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১০ লাখ ১৯ হাজার ৭২৫ জন মারা গেছেন।

গেলো একদিনে রাশিয়ায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১৬৩ জন এবং নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৭ হাজার ৭০৫ জনের। এই নিয়ে করোনার শুরু থেকে এখন পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৮১ লাখ ৫৯ হাজার ৬০০ জন এবং করোনায় মৃতের সংখ্যা ৩ লাখ ৭৫ হাজার ৪০০ জনের।

গেলো ২৪ ঘণ্টায় লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২২৪ জন এবং নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২০ হাজার ৯৪৩ জনের। এই নিয়ে করোনার শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩ কোটি ৩ লাখ ৯৯ হাজার ৪ জন এবং মৃত্যু হয়েছে ৬ লাখ ৬৩ হাজার ১৬৫ জনের।

এদিকে বিগত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে করোনা আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। আর করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান তৃতীয়। গেলো ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ৭৪৬ জনের। করোনার শুরু থেকে এখন পর্যন্ত ভারতে মোট আক্রান্ত হয়েছেন ৪ কোটি ৩০ লাখ ৬৮ হাজার ৪১২ জন এবং মারা গেছেন ৫ লাখ ২৩ হাজার ৬৫৪ জন।

গত ২৪ ঘণ্টায় দক্ষিণ কোরিয়ায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭৬ হাজার ৭৬১ জন এবং মারা গেছেন ১৪১ জন। করোনার শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত ১ কোটি ৭০ লাখ ৮৬ হাজার ৬২৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ২২ হাজার ৪৬৬ জন মারা গেছেন।

ইউরোপের আরেক দেশ ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৬৭ হাজার ৭১১ জন এবং মারা গেছেন ১৫২ জন। করোনার শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত ২ কোটি ৮৪ লাখ ৮৩ হাজার ১২৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৪৫ হাজার ৫৭৯ জন মারা গেছেন।

বিগত ২৪ ঘণ্টায় জাপানে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩৭ হাজার ২৫৮ জন এবং মারা গেছেন ৫৮ জন। এই সময়ের ভেতর থাইল্যান্ডে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৮৮৭ জন এবং মারা গেছেন ১২৫ জন।

এছাড়া করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ইতালিতে ১৮৬ জন, কানাডায় ১০৬ জন, চিলিতে ৮১ জন, অস্ট্রেলিয়ায় ৪৩ জন, মেক্সিকোতে ৩৯ জন, ইন্দোনেশিয়ায় ৩৬ জন, হাঙ্গেরিতে ২৯ জন, ইরানে ১৭ জন মারা গেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews