প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ৬, ২০২৫, ৬:৫৬ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৯, ২০২২, ৫:১০ এ.এম
বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে তীব্র যানজট
ঢাকা থেকে উত্তরবঙ্গগামী লেনে গাড়ির চাপ বাড়ায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে থেমে থেমে যানজট সৃষ্টি হচ্ছে।
শুক্রবার (২৯ এপ্রিল) সকাল থেকে মহাসড়কের কড্ডার মোড়, ঝাঐল ওভার ব্রিজ ও নলকা মোড় পর্যন্ত থেমে থেমে যানজট দেখা দিচ্ছে।
কখনো ধীরগতি আবার কখনো দীর্ঘসময় দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে গাড়িগুলোকে।
খোঁজ নিয়ে জানা যায়, কড্ডার মোড় থেকে নলকা সেতুর পূর্ব পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে ঢাকা-উত্তরবঙ্গগামী লেনে কখনো যানজট আবার কখনো ধীরগতি রয়েছে। তবে উত্তরবঙ্গ থেকে ঢাকামুখী লেনে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
জেলা ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) সালেকুজ্জামান সালেক বলেন, ঈদে ঘরফেরা মানুষ বহণকারী যানবাহনের সংখ্যা বাড়ার কারণে ধীরগতি রয়েছে। মাঝে মধ্যে যানজট সৃষ্টি হলেও সেটা দীর্ঘস্থায়ী নয়। যান চলাচল পুরোপুরি স্বাভাবিক করতে মাঠে রয়েছে পুলিশ।
হাটিকুমরুল হাইওয়ে পুলিশ পরিদর্শক মো. লুৎফর রহমান বলেন, গাড়ীর প্রচুর চাপ থাকায় নলকা সেতুর পূর্বপাশে যানজট রয়েছে। তবে বাকি রুটগুলো স্বাভাবিক রয়েছে।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।