এক মাস সিয়াম সাধনার মধ্য দিয়ে বিদায় নিতে যাচ্ছে পবিত্র কোরআন নাজিলের মাস মাহে রমজান। করোনার কারণে গত দু’বছর বিধিনিষেধের মধ্যে উন্মুক্ত স্থানে ঈদের জামাত পড়া যায়নি, মসজিদে পড়তে হয়েছে। তবে এবছর মসজিদের পাশাপাশি উন্মুক্ত স্থানেও হবে ঈদের জামাত। সে লক্ষ্যে রাজধানীতে ঈদ জামাতের প্রস্তুতিও প্রায় শেষ পর্যায়ে।
রাজধানীতে কখন কোথায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে তা পঠকদের জন্য তুলে ধরা হলো.......
জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়
আবহাওয়া অনুকূলে থাকলে রাজধানীর হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। আবহাওয়া প্রতিকূল থাকলে ঈদের প্রধান জামাত সকাল ৯টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে বলে এরই মধ্যে ধর্মবিষয়ক মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।
বায়তুল মোকাররমে ৫ জামাত
প্রতি বছরের মতো এবারও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে ঈদের নামাজের ৫টি জামাত অনুষ্ঠিত হবে।
ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, সকাল ৭টা, ৮টা, ৯টা, ১০টা ও ১০টা ৪৫ মিনিটে বায়তুল মোকাররমে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়। এতে ইমাম থাকবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান। মুকাব্বির থাকবেন বায়তুল মোকাররম মসজিদের মুয়াজ্জিন হাফেজ মো. ইসহাক।
দ্বিতীয় জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। এতে ইমাম থাকবেন বায়তুল মোকাররমের পেশ ইমাম হাফেজ মুফতি মুহিবুল্লাহিল বাকী নদভী। মুকাব্বির থাকবেন বায়তুল মুকাররমের সাবেক মুয়াজ্জিন হাফেজ মো. আতাউর রহমান।
৯টার তৃতীয় জামাতের ইমাম হবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির মাওলানা আবু সালেহ পাটোয়ারী। খাদেম হাফেজ মো. নাছির উল্লাহ এই জামাতের মুকাব্বির থাকবেন।
ঈদের চতুর্থ জামাত হবে সকাল ১০টায়। এতে ইমাম থাকবেন বায়তুল মোকাররমের পেশ ইমাম হাফেজ মাওলানা এহসানুল হক। মুকাব্বির থাকবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খাদেম মো. শহিদ উল্লাহ।
এছাড়া পঞ্চম ও সর্বশেষ জামাত অনুষ্ঠিত হবে ১০টা ৪৫ মিনিটে। এতে ইমাম থাকবেন বায়তুল মোকারমের পেশ ইমাম মাওলানা মুহিউদ্দিন কাসেম। মুকাব্বির হবেন খাদেম মো. রুহুল আমিন।
পাঁচটি জামাতে কোনো ইমাম অনুপস্থিত থাকলে বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মাওলানা মো. আব্দুল্লাহ।
সংসদে ভবনে ঈদের জামাত সকাল সাড়ে ৮টায়
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পবিত্র ঈদুল ফিতরের নামাজের জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। সংসদের চিফ হুইপ, হুইপ, মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য ও সংসদ সচিবালয়ের কর্মচারীসহ এলাকার মুসল্লিরা এ জামাতে অংশ নেবেন। এ জামাত সবার জন্য উন্মুক্ত। আগ্রহী মুসল্লিদের জামাতে অংশ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
বুয়েটে ঈদ জামাত সোয়া ৭টায়
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ঈদুল ফিতরের নামাজের জামাত সোয়া ৭টায় বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত হবে।
জমঈয়তে আহলে হাদিসের ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হবে। এই জামাতে ইমামতি করবেন বংশাল বড় জামে মসজিদের খাতিব শাইখ মুহাম্মাদ মোস্তফা সালাফি।
বসুন্ধরা আবাসিক এলাকায় ৫টি জামাত
বসুন্ধরা আবাসিক এলাকায় ঈদুল ফিতরের পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। সকাল ৭টায় প্রথম জামাত অনুষ্ঠিত হবে বড়মসজিদ বা মারকাজুল ফিকহিল ইসলামীতে, সকাল সোয়া ৭টায় উম্মে কুলসুম জামে মসজিদ (সি ব্লক), সকাল সাড়ে ৭টায় এফ ব্লক জামে মসজিদে, সকাল ৮টায় বায়তুল জান্নাত জামে মসজিদ (জি ব্লক), সকাল ৮টা ৩০ মিনিটে ফকিহুল মিল্লাত জামে মসজিদে (এন ব্লক) জামাত হবে।
গুলশান সেন্ট্রাল মসজিদে ঈদের ৩টি জামাত
গুলশান সেন্ট্রাল মসজিদে ঈদের নামাজের তিনটি জামাত অনুষ্ঠিত হবে। ভোর ৬টা, সকাল ৭টা ৩০ ও ৯টায় জামাত অনুষ্ঠিত হবে সেখানে।
রাজধানীর ধানমন্ডি তাকওয়া মসজিদে ঈদের নামাজের দুটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৭টা ৩০ মিনিট ও দ্বিতীয় জামাত সকাল ৯টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। এছাড়া ধানমন্ডি ঈদগাহ জামে মসজিদে একটি জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়।
রাজধানীর মিরপুর দারুস সালাম এলাকার মীর বাড়ি আদি (মাদবর বাড়ি) জামে মসজিদে প্রথম জামাত সকাল ৭টা ৩০ ও দ্বিতীয় জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। মিরপুর ১২ নম্বর সেকশনের হারুন মোল্লাহ্ ঈদগাহে সকাল ৭টা ৩০ মিনিটে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
রাজধানীর মতিঝিলের আরামবাগে দেওয়ানবাগ শরিফের উদ্যোগে সকাল ৮টায় ও সকাল ৯টা ৩০ মিনিটে ঈদ জামাত অনুষ্ঠিত হবে।
চট্টগ্রাম
মহানগরীতে ঈদুল ফিতরের প্রথম ও প্রধান জামাত সকাল ৮টায় জমিয়তুল ফালাহ্ জাতীয় মসজিদে অনুষ্ঠিত হবে। সেখানে দ্বিতীয় জামাত হবে সকাল ৯টায়।
চট্টগ্রাম সিটি করপোরেশন ঈদ জামাতের সব প্রস্তুতি সম্পন্ন করেছে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এছাড়া নগরীর ৪১টি ওয়ার্ডে সশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলরদের তত্ত্বাবধানে একটি করে প্রধান ঈদ জামাত নিজ নিজ মসজিদ বা ঈদগাহে অনুষ্ঠিত হবে।
চট্টগ্রাম কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির উদ্যোগে প্রধান জামাত অনুষ্ঠিত হবে এমএ আজিজ স্টেডিয়াম সম্মুখ মাঠে সকাল ৯টায়।
রাজশাহী
মহানগরীতে প্রধান জামাত সকাল ৮টায় হজরত শাহ মখদুম রূপোশ (রহ.) কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। বৈরী আবহাওয়া থাকলে ঈদগাহ ময়দানের পরিবর্তে প্রধান জামাত অনুষ্ঠিত হবে হজরত শাহ মখদুম (রহ.) দরগা শরিফ জামে মসজিদে একই সময়ে অনুষ্ঠিত হবে।
রাজশাহীতে ঈদের দ্বিতীয় প্রধান জামাত অনুষ্ঠিত হবে টিকাপাড়া ঈদগাহ ময়দানে সকাল ৮টায়। এ ছাড়া মহানগরীর সাহেববাজার জিরো পয়েন্টেও ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। জেলা প্রশাসন জানিয়েছে, শহরের প্রায় ৫০টি এবং ৯ উপজেলায় আরও প্রায় ৩৫০টি ঈদগাহে ঈদের নামাজ আদায় হবে।
সিলেট
নগরীতে প্রধান জামাত শাহী ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। হজরত শাহজালাল (রহ.)-এর দরগাহ মসজিদে জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। নগরীর সিটি পয়েন্টসংলগ্ন কুদরত উল্লাহ জামে মসজিদে তিনটি জামাত সকাল সাড়ে ৭টায়, সাড়ে ৮টা ও সাড়ে ৯টায় অনুষ্ঠিত হবে।
সিলেট কালেক্টরেট জামে মসজিদেও সকাল ৮টা, ৯টা ও ১০টায় জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া হজরত শাহপরাণ (রহ.) মাজার মসজিদ ও বন্দর বাজারের কেন্দ্রীয় জামে মসজিদে জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। গাজী বুরহান উদ্দিন জামে মসজিদে একমাত্র জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়।
খুলনা
নগরীতে প্রধান জামাত সকাল ৮টায় খুলনা সার্কিট হাউজ ময়দানে অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৮টায় খুলনা আলিয়া মাদ্রাসাসংলগ্ন মডেল মসজিদে এবং সকাল ৯টায় টাউন জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া খুলনা সিটি করপোরেশনের ৩১টি ওয়ার্ডে সিটি করপোরেশনের সহায়তায় ও ওয়ার্ড কাউন্সিলরদের তত্ত্বাবধানে পৃথকভাবে নির্ধারিত সময় অনুযায়ী ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
বরিশাল
নগরীতে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে বান্দ রোডের কেন্দ্রীয় হেমায়েত উদ্দিন ঈদগাহ মাঠে।
এছাড়া কেন্দ্রীয় জামে কশাই মসজিদে সকাল সাড়ে ৮টায় ও ১০টায় জামাত অনুষ্ঠিত হবে। জামে এবাদুল্লাহ মসজিদে সকাল সাড়ে ৮টায় ও ১০টায়, বায়তুল মোকাররম মসজিদে সকাল ৯টায় ও ১০টায় এবং পুলিশ লাইনস মাঠে সকাল সাড়ে ৮টায় ও সাড়ে ৯টায় জামাত অনুষ্ঠিত হবে। এছাড়াও গুঠীয়া বায়তুল আমান জামে মসজিদে সকাল সাড়ে ৮টায় জামাত অনুষ্ঠিত হবে। তবে বরিশালে সবচেয়ে বড় ঈদের জামাত চরমোনাই দরবার শরিফের মাদ্রাসা মাঠে সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে।
ময়মনসিংহ
শহরে প্রধান জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে আঞ্জুমান ঈদগাহ মাঠে। এখানে দ্বিতীয় জামাত ৮টা ৪৫ মিনিটে। এছাড়া শহরের বড় মসজিদে, জামিয়া ইসলামিয়া প্রাঙ্গণ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ, মোমেনশাহী সেনানিবাস মসজিদ, বিজিবি জামে মসজিদ, পুলিশ লাইন মসজিদসহ বিভিন্ন মহল্লার মসজিদে পৃথক পৃথক সময়সূচিতে জামাত অনুষ্ঠিত হবে।
রংপুর
নগরীতে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় রংপুর কালেক্টরেট ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। বৈরী আবহাওয়া থাকলে সকাল ৯টায় মডেল মসজিদে জামাত অনুষ্ঠিত হবে। এবার রংপুর পুলিশ লাইন মাঠে ঈদের জামাত হবে না, তবে সকাল ৮টায় পুলিশ লাইন্সের ভেতরে ঈদের নামাজ হবে। সদর মসজিদ মাঠ, পশ্চিম নীলকণ্ঠ ঈদগাহ মাঠ, মুন্সীপাড়া ঈদগাহ, রংপুর মেডিকেল কলেজ কেন্দ্রীয় জামে মসজিদসংলগ্ন ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৮টায় এবং বড়বাড়ি ঈদগাহ, দামুদরপুর বড় ঈদগাহ মাঠে সকাল ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
যশোর
জেলায় ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায় শহরের আমিনিয়া আলিয়া জামে মসজিদে। আর যশোর কেন্দ্রীয় ঈদগাহে সকাল ৮টা ১৫ মিনিটে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। শহরের রেলবাজার জামে মসজিদে সকাল ৮টা ও সকাল ৮টা ৩০ মিনিটে দুটি জামাত হবে। যশোর জজকোর্ট জামে মসজিদে সকাল ৯টায় ঈদের জামাত হবে। সকাল সাড়ে ৭টা ও সকাল সাড়ে ৮টায় কারবালা জামে মসজিদ, ওয়াপদা কলোনি জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৭টায় পিটিআই জামে মসজিদ ও কোতোয়ালি জামে মসজিদে জামাত অনুষ্ঠিত হবে।
বগুড়া
শহরের সূত্রাপুরে কেন্দ্রীয় ঈদগাহে সকাল ৯টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। তবে বৈরী আবহাওয়া থাকলে একই সময়ে কেন্দ্রীয় বড় মসজিদ, বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদসহ আশপাশের মসজিদে নামাজ আদায় হবে। এছাড়া শহরের জামিল মাদ্রাসা ঈদগাহ, সুলতানগঞ্জপাড়া ঈদগাহ, ফুলবাড়ি ঈদগাহ্, আজিজুল হক পুরাতন ভবন মাঠ, উত্তর কাটনারপাড়া ঈদগাহ্, কাটনারপাড়া রওশন শাহ্ ঈদগাহ্, চক সূত্রাপুর ঈদগাহসহ শহরের শতাধিক ঈদগাহে সকাল ৮টা থেকে সাড়ে ৯টার মধ্যে জামাত অনুষ্ঠিত হবে।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।