ফরিদপুরে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে শহরের কমলাপুর চাঁদমারির কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে।
মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় এখানে ঈদের নামাজের প্রথম জামাত অনুষ্ঠিত হবার কথা রয়েছে। তবে আবহাওয়া বৈরি হলে ঈদগাহের খোলা ময়দানের পরিবর্তে শহরের চকবাজার জামে মসজিদে সকাল ৭টা ৪৫ মিনিটে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।
আর সদরপুরের আটরশির বিশ্ব জাকের মঞ্জিলে ঈদের জামাত হবে সকাল ১০টায়। এছাড়া সকাল পৌনে ৮টায় শহরের শাহ্ ফরিদ দরগা মসজিদ ও সরকারি ইয়াসিন কলেজ মাঠে, সকাল ৮টায় পশ্চিম খাবাসপুরে সামসুল উলুম মাদরাসা মাঠে ও গোয়ালচামট বায়তুল মোকাদ্দেম জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
এর আগে সকাল ৭টায় শহরের ঝিলটুলিতে চৌরঙ্গি জামে মসজিদ ও বদরপুরের মারকাজ জামে মসজিদে ঈদের জামাতের আয়োজন করা হয়েছে।
ফরিদপুর জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এসকে আকরামুল হক জানান, ফরিদপুরে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ইমামতি করবেন চকবাজার জামে মসজিদের খতিব মুফতি মো: কামরুজ্জামান।
তিনি আরো জানান, শহরের ২৩টি স্থানে এবার ঈদুল ফিতরের নামাজ আদায়সহ জেলার ৯টি উপজেলার বিভিন্ন ঈদগাহ ও মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে ঈদুল ফিতর উদযাপনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
কেন্দ্রীয় জামাতে থাকছেন না কোনো সংসদ সদস্য ফরিদপুরের চাঁদমারিতে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাতে থাকছেন না সদর আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। শহরবাসীর সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন জেলা প্রশাসক অতুল সরকার ও পুলিশ সুপার মো: আলিমুজ্জামান।
খোঁজ নিয়ে জানা গেছে, ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মনজুরুল আলম বুলবুল ও ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন নিজ নিজ এলাকায় ঈদ উদযাপন করবেন। তবে বার্ধক্যজনিত অসুস্থতায় ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী নিজ নির্বাচনী এলাকায় জনগণের মাঝে আসতে পারছেন না বলে জানা গেছে।
এদিকে, ফরিদপুর পৌর এলাকায় সাত রঙের পতাকা দিয়ে শহরের রাস্তাঘাট ও সড়ক বিভাজন নয়নাভিরামভাবে সাজিয়ে তোলা হয়েছে। জেলার সরকারি ও আধা-সরকারি ভবনগুলোতে বর্ণিল আলোকসজ্জা করা হয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিভিন্নস্থানে সতর্কতা হিসেবে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়ন করা হবে। ঈদগাহ ময়দানে স্বাস্থ্যসেবা দিতে সিভিল সার্জন কার্যালয় থেকে একটি মেডিক্যাল টিম প্রস্তুত থাকবে।
পবিত্র ঈদুল ফিতরের দিনে ফরিদপুরের শিশু পরিবার, সেফ হোম, মূক ও বধির বিদ্যালয়, জেলা কারাগার ও হাসপাতালে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।