‘ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ। তুই আপনাকে আজ বিলিয়ে দে, শোন আসমানি তাগিদ’। সোমবার (২ মে) সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ উঠার পর জাতীয় কবি কাজী নজরুল ইসলামের এই গান রেডিও, টেলিভিশনে সম্প্রচার হওয়ার মধ্য দিয়ে স্মরণ করিয়ে দিচ্ছে দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর বাংলাদেশে ঈদুল ফিতর এসেছে খুশির বার্তা নিয়ে। সবার মনে ঈদের খুশি ও আনন্দ দোল খেলছে। পাশাপাশি চলছে পরস্পরর সঙ্গে সাক্ষাৎ ও ফোনে ঈদের শুভেচ্ছা বিনিময়।
সোমবার ৩০ রোজা পূর্ণ হওয়ার পর মঙ্গলবার (৩ মে) উদযাপিত হবে মুসলমানদের বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। ঈদুল ফিতরের দিন শুরু হবে সকালে ঈদের নামাজ আদায়ের মধ্য দিয়ে। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এবারো ৩০ দিন রোজা পালন শেষে সোমবার (২ মে) পবিত্র ঈদুল ফিতর পালিত হচ্ছে।
ঈদ মানে প্রীতি-সম্প্রতি, ভালোবাসা ও ভ্রাতৃত্বের অটুট বন্ধন। নিভিয়ে ফেলে হিংসা-বিদ্বেষ, দম্ভ-অহঙ্কার, কাম-লোভ ও রাগ-ক্রোধের আগুন। ভুলে যায় উঁচু-নিচু, আমির-ফকির আর ধনী-গরিবের ভেদাভেদ। সবাই হয়ে যায় ভাই ভাই। আপন। মেলায় হাতে হাত। করে কোলাকুলি। একজন আরেকজনকে টেনে নেয় বুকে। কণ্ঠে বাজে শান্তি, সম্প্রীতি, ভ্রাতৃত্ব আর সাম্যের গান। এতে তারা হয়ে ওঠে আরও উজ্জীবিত। বছর পেরিয়ে পবিত্র রমজান শেষে আমাদের দোরগোড়ায় মহিমান্বিত সেই ঈদ।
মহামারি করোনা ভাইরাসের কারণে গত দুই বছরে চারটি ঈদ লকডাউনের মধ্যে কাটিয়েছে দেশবাসী। এবার কোনো বিধিনিষেধ না থাকায় ইচ্ছেমতো ঘুরে ফিরে ঈদ আনন্দ উপভোগ করতে পারবেন সবাই। সে কারণে এবারের ঈদ উদযাপন ও আনন্দ ভাগাভাগিতে আনন্দ-উচ্ছ্বাস থাকবে একটু অন্যরকম। ঈদের নামাজ শেষে ঈদগাহ-মসজিদে চিরাচরিত হাত মেলানো ও কোলাকুলির মধ্যদিয়ে হবে প্রাণের মেলবন্ধন। মুমিন মুসলমানের অন্তরে বইছে আনন্দ-উল্লাস আর উচ্ছাসের বাঁধভাঙা জোয়ার।
ঈদুল ফিতর উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে পৃথক বাণী দিয়েছেন। সংসদের বিরোধী দল জাতীয় পার্টি ও রাজপথের বিরোধী দল বিএনপির পক্ষ থেকেও পৃথক বাণী দিয়ে দেশবাসীকে শুভেচ্ছা জানানো হয়। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানানো হয়।
Leave a Reply