1. admin@thedailypadma.com : admin :
ঈদের দ্বিতীয় দিনও রাজধানী ঢাকা ছেড়ে বাড়ি ফিরছেন মানুষ - দ্য ডেইলি পদ্মা
সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২০ অপরাহ্ন

ঈদের দ্বিতীয় দিনও রাজধানী ঢাকা ছেড়ে বাড়ি ফিরছেন মানুষ

  • Update Time : বুধবার, ৪ মে, ২০২২
  • ২৭৩ Time View

ঈদের দ্বিতীয় দিন চলছে বুধবার (৪ মে)। ঈদ আনন্দ উপভোগ করতে এখনও রাজধানী ঢাকা ছেড়ে বাড়ি ফিরছেন মানুষ। সংখ্যাটা একেবারে কমও নয়। আর ঢাকামুখী যেসব ট্রেন আসছে, সেসব ট্রেনে তেমন কোনো যাত্রী দেখা যায়নি।

সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত রাজধানীর কমলাপুর রেলস্টেশন ঘুরে দেখা যায়, ৩ নাম্বার প্লাটফর্মে তারাকান্দিগামী অগ্নিবীণা এক্সপ্রেস, ৫ নাম্বার প্লাটফর্মে সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস এবং ৬ নাম্বার প্লাটফর্মে কিশোরগঞ্জগামী কিশোরগঞ্জ এক্সপ্রেস দাঁড়ানো আছে। ট্রেনগুলোর প্রতিটি বগিই মানুষে প্রায় পূর্ণ। আসন তেমন একটা ফাঁকা নেই। কোনো কোনো বগিতে দাঁড়িয়েও লোকজন বাড়ির উদ্দেশ্যে যাত্রার প্রস্তুতি নিচ্ছেন। তাদের মুখে এখনও রয়েছে ঈদের হাসি।

ঈদযাত্রা বিলম্বের কারণ হিসেবে তাদের কাছ থেকে জানা গেছে, অনেকেই ঈদের আগে টিকিট সংগ্রহ করতে পারেননি। সড়ক পথে ভোগান্তি হবে বলে সে পথেও পা বাড়াননি। তাই কষ্ট হলেও ঢাকায় ঈদের দিন কাটিয়ে আজ বাড়ি ফিরছেন তারা। এছাড়া অনেকেই বাড়ি থেকে এসে ঢাকায় ব্যবসা প্রতিষ্ঠান খুলেছেন। ঈদের দিন পর্যন্ত ভালো ব্যবসা করে আজ তারাও বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন।

অগ্রিম টিকিট বিক্রির শেষ দিন আজ

এদিকে ঈদের অগ্রিম টিকিট বিক্রির শেষ দিন আজ। বিক্রি হচ্ছে আগামী ৮ মে’র টিকিট। সেই হিসেবে রাজধানীর কমলাপুর রেলস্টেশনের টিকিট কাউন্টারগুলোর সামনে কিছুটা ভিড় দেখা গেছে। তবে প্রত্যেকে ৩০-৪৫ মিনিট সময়ের মধ্যেই টিকিট পাচ্ছেন। কাউন্টার থেকেও জানানো হয়েছে পর্যাপ্ত টিকিট রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews