স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) কাছ থেকে বিনামূল্যে সবচেয়ে বেশি করোনার টিকা পেয়েছে বাংলাদেশ। যার আর্থিক বাজার মূল্য ২০ হাজার কোটি টাকা।
তিনি বলেন, ‘একই সময়ে আমরা লক্ষ্যমাত্রার প্রায় ৯৮ শতাংশ মানুষকে করোনার টিকা দিতে সক্ষম হয়েছি যা মোট জনসংখ্যার প্রায় ৭৫ শতাংশ।’
বুধবার ঈদুল ফিতর উপলক্ষে মানিকগঞ্জে আওয়ামী লীগের সদস্যদের সাথে এক সভায় বক্তৃতাকালে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।
তিনি বলেন, ‘আল্লাহর রহমতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় আমরা আজ কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পেরেছি।’
মালেক আরো বলেন, গণটিকাদানের কারণে কোভিড সংক্রমণের হার ক্রমাগত নিম্নমুখী হওয়ায় এবার দেশে পুরোদমে ঈদ উদযাপিত হচ্ছে।
তিনি বলেন, ‘দেশের অর্থনীতি ছয় শতাংশ জিডিপি প্রবৃদ্ধি নিয়ে এগোচ্ছে।’
তিনি আরো বলেন, যেসব দেশে কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে, সেখানে অর্থনীতি মন্দা।
বাংলাদেশ বিশ্বের অন্যতম শক্তিশালী অর্থনীতির দেশ বলেও জানান মন্ত্রী।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।