প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৮, ২০২৫, ৪:১৪ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৭, ২০২২, ৩:০৩ এ.এম
কিউবার রাজধানী হাভানার হোটেলে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ২২ জন নিহত
কিউবার রাজধানী হাভানার হোটেল সারাতোগায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ২২ জন নিহত হয়েছেন। আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন আরও ৬০ জন।
স্থানীয় স্বাস্থ্য তর্মকর্তাদের বরাত দিয়ে দেশটির প্রেসিডেন্টের কার্যালয় থেকে দেওয়া এক টুইটে এ তথ্য জানানো হয়েছে। খবর আল-জাজিরা ও বিবিসি
স্থানীয় সময় শুক্রবার (৬ মে) বিকেলে একাধিক টুইট বার্তায় প্রেসিডেন্সি জানিয়েছে যে প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে যে হোটেলের গ্যাস লিকের কারণে এই বিস্ফোরণ ঘটেছে। এর আগে জানানো হয়েছিল বিস্ফোরণের পর ১৩ জন নিখোঁজ রয়েছেন।
কিউবার কমিউনিস্ট পার্টির অফিসিয়াল দৈনিক গ্রানমা বিষ্ফোরণের পর যেসব ছবি প্রকাশ করেছে তাতে দেখায় যার বহুতল হোটেলটির দেয়াল বিস্ফোরণে উড়ে গেছে বলে মনে হচ্ছে।
হাভানা শহরের কেন্দ্রে অবস্থিত সারাতোগা হোটেলটি সবচেয়ে জনপ্রিয়। বিষ্ফোরণের পর কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ ক্যানেল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।