ঈদ শেষে ঢাকাসহ বিভিন্ন জেলায় ফিরতে ২১ জেলা থেকে আসা হাজার হাজার বাস ও যাত্রীরা দীর্ঘ যানজটের কারণে মহাসড়কে ১৮ ঘন্টা অপেক্ষা করেও নাগাল পাচ্ছেন না ফেরির।
যানজটে আটকে ছোট যানবাহন চলাচল করতে না পারায় যাত্রীরা ১০ থেকে ১২ কিলোমিটার পথ পায়ে হেঁটে যাচ্ছেন লঞ্চ ও ফেরি ঘাটে।
রোববার সকাল থেকেই ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ বাজার ছাড়িয়ে ১০ কিলোমিটার পর্যন্ত যানবাহনের দীর্ঘ যানজট দেখা গেছে। একইসাথে লঞ্চ ও ফেরি ঘাটে যাত্রীদের উপচে পড়া ভিড় চোখে পড়েছে।
বর্তমানে ৪টি ফেরি ঘাট, ১৯টি ফেরি ও ২২টি লঞ্চ দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে। অতিরিক্ত যাত্রী বোঝাই করে ঝুঁকি নিয়ে চলতে দেখা গেছে লঞ্চগুলোকে।
ঈদের আগে ও পরে দৌলতদিয়া ঘাট এলাকায় দ্বায়িত্বে থাকা ফরিদপুর র্যাব ক্যাম্পের ডিএডি মোঃ রফিকুল ইসলাম বলেন, ঈদের পর যে কয়দিন কর্মমুখী মানুষ চলাচল করবেন সে কয়দিন তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি দেখভাল করার দ্বায়িত্বে থাকবেন।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।