মাহবুব পিয়াল,ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরে র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব মা দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে ফরিদপুর জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে রবিবার সকাল ১০ টায় জেলা প্রশাসকের হল রুমে আলোচনা সভা অনুষ্টিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার।
জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মাশউদা হোসেনের সভাপতিত্বে আলোচনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক মোল্লা,সরকারী ইয়াসিন কলেজের অধ্যক্ষ প্রফেসর শিলা রানী মন্ডল। আলোচনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শামিম হক। নারী নেত্রী আসমা আক্তার মুক্তা,ব্লাস্টের সমন্বয়কারী এ্যাডভোকেট. শিপ্রা গোস্বামী। এর আগে সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় হতে একটি র্যালী বের করা হয়।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।