ফরিদপুর প্রতিনিধি: ভাঙ্গা পৌরসভার ভাঙ্গা টাউন এলাকায় নির্মাণাধীন একটি ৭ তলা ভবনের লিফট স্থাপনের জন্য তৈরি উন্মুক্ত ট্যাংকিতে পড়ে আব্বাস (৮) নামক এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (৮ মে) দুপুর ২টার দিকে মর্মান্তিক এ ঘটনা ঘটে। নিহত আব্বাস ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের মৃত মিজানুর রহমানের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত আব্বাসের খালা তাছলি বেগম ভাঙ্গা টাউনের নাফিজ ইমতিয়াজ নামক এক ব্যক্তির বাসায় গৃহকর্মীর কাজ করে। ছোট বোন ইতি আক্তারের ছেলে আব্বাসকে সাথে নিয়ে আজ তিনি কাজে আসেন। দুপুরের দিকে সবার অজান্তে আব্বাস পার্শ¦বর্তী আকরাম হোসেন নামক এক ব্যবসায়ীর নির্মাণাধীন ৭ তলা ভবনের লিফটের জন্য তৈরি উন্মুক্ত ট্যাংকিতে পড়ে যায়। এ অবস্থায় তাকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।