মাহবুব পিয়াল,ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঢাকা -মাওয়া ভাঙ্গা এক্সপ্রেস হাইওয়ের আতাদী ফ্লাইওফারের নিচ থেকে অজ্ঞাত এক যুবকের হাত পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৯ মে) সকালে ভাঙ্গা উপজেলার পৌরসভার আতাদী ফ্লাইওফারের নিচ থেকে অজ্ঞাত এক যুবকের হাত পা বাঁধা লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পথচারীরা প্রথমে লাশটি দেখতে পায়। পরবর্তীতে পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশ টি উদ্ধার করে মর্গে পাঠায়।
ভাঙ্গা থানা পুলিশের উপ-পরিদর্শক জাহিদ হোসেন বলেন, স্থানীয় জনগন একটি লাশ দেখতে পেয়ে খবর দিলে আমরা লাশ টি উদ্ধার করি। উদ্ধারকৃত (লাশের) ছেলেটির বয়স আনুমানিক ২২ থেকে ২৩ বছরের মতো হবে। তবে পরিচয় শনাক্ত করার মতো লাশের আশ পাশে কিছু পাওয়া যায় নি।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) হানিফ সরকার বলেন, আজ সকালে এক যুবকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত পরিচয় শনাক্ত করা যায় নি। পরিচয় শনাক্তের চেষ্টা চালানো হচ্ছে। পরিচয় শনাক্ত হলে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।