প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৮, ২০২৫, ১:০২ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১২, ২০২২, ১০:০৮ এ.এম
জার্মান ম্যানুফ্যাকচারিং কোম্পানি সিমেন্স রাশিয়ার বাজার ছাড়ছে
জার্মান ম্যানুফ্যাকচারিং কোম্পানি সিমেন্স বলছে, ইউক্রেনের যুদ্ধের ফলে রাশিয়ার বাজার থেকে বেরিয়ে যাবে।
বৃহস্পতিবার (১২ মে) সিমেন্স কোম্পানি এ তথ্য জানিয়েছে। খবর সিএনএনের।
সিমেন্স কর্তৃপক্ষ জানায়, ইউক্রেনের যুদ্ধের নিন্দা জানাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে যোগ দিচ্ছে এ জার্মান ম্যানুফ্যাকচারিং কোম্পানিটি। জনগণকে সমর্থন ও মানবিক সহায়তা প্রদানের দিকে মনোনিবেশ করছে তারা।
কর্তৃপক্ষ আরও বলেছে, ইতোমধ্যে শিল্প কার্যক্রম এবং সব শিল্প ব্যবসায়িক কার্যক্রম বন্ধ করার জন্য কার্যক্রম শুরু করা হয়েছে।
সিমেন্স বলেছে, এটি এর আগে রাশিয়ায় সব নতুন ব্যবসা এবং রাশিয়ায় আন্তর্জাতিক ডেলিভারি আটকে রেখেছিল। যদিও এটি দেশে তার তিন হাজার কর্মচারীর নিরাপত্তা নিশ্চিত করার জন্য পরিস্থিতি মূল্যায়ন করেছিল।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।