প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ৬, ২০২৫, ১১:২৬ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১২, ২০২২, ১০:১৮ এ.এম
পদ্মা সেতু উদ্বোধন হলে ফরিদপুরসহ দক্ষিণাঞ্চলের অর্থনীতির দ্বার উন্মোচিত হবে: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা সেতু উদ্বোধন হলে ফরিদপুরসহ দক্ষিণাঞ্চলের অর্থনীতির দ্বার উন্মোচিত হবে। এ অঞ্চলের জীবনযাত্রার মান উন্নত হবে।
বৃহস্পতিবার (১২ মে) দুপুরের দিকে ফরিদপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিলে ভার্চ্যুয়ালি উদ্বোধক হিসেবে বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফরিদপুরের আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে করে ওবায়দুল কাদের বলেন, ফরিদপুরে বিগত কয়েকবছরে দলের সাংগঠনিক অবস্থা, রাজনৈতিক অবস্থা ভালো নেই। খুবই খারাপ। এ ফরিদপুরে অনেক রক্তপাত হয়েছে। ফরিদপুরবাসী আর রক্তপাত দেখতে চায় না।
আওয়ামী লীগের এ সাধারণ সম্পাদক বলেন, ফরিদপুরে আওয়ামী লীগ করে অনেকে কোটি কোটি টাকা পাচার করেছেন। এদের প্রতিহত করতে হবে। এর যেন আর পুনরাবৃত্তি না ঘটে। যারা সন্ত্রাসী, চিহ্নিত চাঁদাবাজ তাদের কোনোভাবেই আওয়ামী লীগের নেতৃত্বে আনা যাবে না। এছাড়া যারা আওয়ামী লীগের বিরোধিতা করে তাদেরও আওয়ামী লীগের কমিটিতে স্থান দেওয়া যাবে না।
ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহার সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহ।
এছাড়াও এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক, লেফটেন্যান্ট কর্নেল (অবসরপ্রাপ্ত) ফারুক খান, জাহাঙ্গীর কবির নানক ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. সিদ্দিকুর রহমান, বন ও পরিবেশ সম্পাদক মো. দেলোয়ার হোসেন, কার্যনির্বাহী সদস্য আনোয়ার হোসেন, শাহাবুদ্দিন ফরাজি, ইকবাল
হোসেন অপু, সৈয়দ আব্দুল আউয়াল শামীম, পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম এমপি প্রমুখ।
উল্লেখ্য, সভাপতির দৌড়ে যারা আছেন, বর্তমান সভাপতি এডভোকেট সুবল চন্দ্র সাহা, সহ-সভাপতি শামিম হক, সাবেক সাধারণ সম্পাদক বিপুল ঘোষ, ডা. খবিরউদ্দিন। সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন, সাবেক কোতোয়ালির সাধারণ সম্পাদক ও পৌর মেয়র অমিতাব বোষ, যুবলীগ আহ্বায়ক জিয়াউল হাসান মিঠু, স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শওকত আলী জাহিদ ও জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অমিমেষ রায়। জানা যায়, বর্তমানের কমিটি নিয়ে রয়েছে নানা বিতর্ক। ২০১৬ সালে ২২শে মার্চ এডভোকেট সুবল সাহাকে সভাপতি ও সৈয়দ মাসুদ হোসেনকে সাধারণ সম্পাদক করে ৭৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। কমিটিতে বিএনপি ও বহিরাগতদের সংখ্যাই বেশি থাকায় নানা বিতর্ক ছিল তৎকালীন মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন আদর্শের কমিটির কারণে কেউ মুখ খুলতে পারেনি। অবশেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফরিদপুরে সাঁড়াশি অভিযান চালান। এতে অনেক রাঘববোয়াল কারাবরণ করছেন। কেউ আছে পালিয়ে, আবার কেউ গা ঢাকা দিয়েছেন।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।