ভারতের রাজধানী দিল্লিতে একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত সেখানে ২০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তারা সবাই আগুনে ঝলসে মারা গেছেন। ১৬ জনের অগ্নিদগ্ধ দেহ উদ্ধার করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ভবনটিতে দাউ দাউ করে আগুন জ্বলছে। খবর হিন্দুস্তান টাইমস।
ভবনটিতে আগুনের তীব্র শিখা
স্থানীয় গণমাধ্যমগুলো জানায়, শুক্রবার সন্ধ্যায় পশ্চিম দিল্লির মুন্ডকা মেট্রো স্টেশনের কাছে একটি তিনতলা বাণিজ্যিক ভবনে আগুন লেগে যায়। সেখানে ফায়ার সার্ভিসের অন্তত ২৪টি ইউনিট আগুন নেভানোর কাজ করছে।
খবরে বলা হয়, মেট্রো স্টেশনের ৫৪৪ নম্বর পিলারের কাছে প্রথম আগুন দেখা যায়। দমকা হাওয়ায় আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। যখন আগুন লাগে, তখন ওই ভবনটিতে বহু মানুষ কর্মরত ছিলেন।
আগুন নেভানোর চেষ্টা চলছে
ওই ভবনটিতে বিভিন্ন সংস্থার অফিস রয়েছে। আগুন লাগার সময় অনেকেই সেখানে আটকা পড়েন। ফায়ার সার্ভিসের তথ্যানুযায়ী ওই ভবন থেকে এখন পর্যন্ত উদ্ধার করা হয়েছে ৬০-৭০ জনকে। আগুন থেকে বাঁচতে যারা ঝাঁপ দিয়েছিলেন তাদের মধ্যে ৩০ জনকে গুরুতর আহত অবস্থায় সঞ্জয় গান্ধী হাসপাতালে ভর্তি করা হয়েছে। আশঙ্কা করা হচ্ছে, উদ্ধার কাজ শেষে হতাহতের পরিমাণ আরো বাড়তে পারে।
খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট এবং পরে আরো ১৪টি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। তবে আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি।
তবে কী কারণে ভবনটিতে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। পুলিশ পুরো এলাকা ঘিরে রেখেছে।
Leave a Reply