প্রধানমন্ত্রীর বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বীর বিক্রম বলেছেন, ইউক্রেন যুদ্ধের কারণে সারা পৃথিবীতেই বিপদের সময় এসেছে। সকল আমদানিকৃত পণ্যের দর বেড়েছে বহুগুণ। বিশেষ করে জ্বালানি পণ্যের দর বেশি বেড়েছে। যে কারণে আমাদেরও বেশ কয়েকটি পণ্যের দাম বাড়াতে হয়েছে। যদি ইউক্রেন যুদ্ধ দীর্ঘমেয়াদি হয় তাহলে আমাদের বড় চ্যালেঞ্জ আসবে। সেদিকেও সর্তক থাকতে হবে। এক্ষেত্রে সাধারণ মানুষকেও সচেতন হতে হবে। পৃথিবীর অনেক দেশ তাদের প্রয়োজনীয় পণ্য রফতানি বন্ধ করে দিয়েছে।
রোববার দুপুরে ফরিদপুর সার্কিট হাউজে জেলার গণমাধ্যম কর্মীদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক অতুল সরকার, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ আসলাম মোল্যা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তাসলিমা আলী প্রমুখ।
ড. তৌফিক-ই-ইলাহী আরো বলেন, সরকারের একটা সীমাবদ্ধতা রয়েছে। কতটুকু ভর্তুকি দিতে পারবে। বিশ্ববাজারের সাথে তাল রেখে, দেশের মূদ্রাস্ফীতি ঠিক রাখতেই যতটুকু সম্ভব ভর্তুকি দেয়া হচ্ছে।
তিনি দেশের বিরোধী রাজনৈতিক দলের উদ্দেশে বলেন, সারা পৃথিবী যখন কঠিন সময় পার করছে, তখন আপনাদের আনন্দ পাওয়ার কিছু নেই। বরং সরকারের পাশে থেকে এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে সহযোগিতা করুন। এতে দেশ ও জাতির কল্যাণ হবে।
সরকারের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, বিদ্যুতের উন্নয়ন সবকিছুকে ছাড়িয়ে গেছে। এতো অল্প সময়ে ঘরে ঘরে বিদ্যুৎ দেয়া কঠিন কাজ ছিল। বঙ্গবন্ধুর কন্যার নেতৃত্বেই সেটা সম্ভব হয়েছে। আর অল্প কিছুদিন পরেই পদ্মা সেতু চালু করা হবে।
তিনি বলেন, আমাদের অর্থনৈতিক উন্নতি উপমহাদেশের মধ্যে অনেক ভালো অবস্থায় রয়েছে। যেখানে করোনায় অনেক দেশে জিডিপি হ্রাস পেয়েছে, আমাদের সেখানে বেড়েছে।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।