চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুই টেস্টের প্রথম ম্যাচে রোববার বাংলাদেশের বিপক্ষে টস জিতেছে শ্রীলঙ্কা ক্রিকেট দল, নিয়েছে ব্যাটিংয়ের সিদ্ধান্ত। আর তাই টস হেরে ফিল্ডিংয়ে টাইগারদের।
প্রথম টেস্টের আগে সাকিব আল হাসানকে নিয়ে সবচেয়ে বেশি অনিশ্চয়তা ছিল। সেটা কেটে গেছে সংবাদ সম্মেলনে মুমিনুল হকের বক্তব্যের পর। শনিবার বাংলাদেশ অধিনায়ক বলেছিলেন, ‘সাকিব ভাই খেলবেন। তিনি ফিট আছেন।’
জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে সকাল ১০টায়। ঘরের মাঠে টেস্ট সিরিজে বেশ আত্মবিশ্বাসী মুমিনুল শিবির। আর তা ফুটে উঠেছে গতকাল ম্যাচ পূর্ব আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে।
শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ জয়ের অভিজ্ঞতা নেই বাংলাদেশের। ২২ টেস্টে আছে মাত্র একটি জয়ের রেকর্ড। এমন পরিস্থিতি শ্রীলঙ্কা বাংলাদেশ দলের সামনে চ্যালেঞ্জ কি না, এমন প্রশ্নের জবাবে মুমিনুল নিজেদের খেলার প্রতি নজর রাখলেন।
তিনি বলেন, ‘ওদের পরিস্থিতি ওরা হ্যান্ডেল করবে। ওরা কী চিন্তা করছে সেটা আমাদের চিন্তা করার দরকার নেই। আমাদের কাজ হলো কীভাবে পাঁচ দিন ভালো ক্রিকেট খেলতে পারি, কীভাবে ডমিনেট করতে পারি। এটা হলে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। ওদের নিয়ে এত চিন্তা করছি না। ব্যাটসম্যান বা বোলার হিসেবে কীভাবে ভালো খেলতে পারব, এটাই চিন্তা করছি।’
এদিকে শনিবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে সাকিবকে নিয়ে শ্রীলঙ্কার অধিনায়ক করুনারত্নে বললেন, এই অলরাউন্ডারের জন্য প্রস্তুতি তাদের সবসময়ই ছিল।
তিনি বলেন, ‘প্রস্তুতি শুরুর সময় আমরা জানতাম যে সাকিব খেলবে। তার জন্য পরিকল্পনা তাই সবসময়ই ছিল। সে তাদের সেরা অলরাউন্ডার, তাকে নিয়ে পরিকল্পনা তো রাখতেই হবে। আমরা নিজেদের সেরাটা দিয়ে চেষ্টা করব এবং দেখব কেমন হয়।’
বাংলাদেশ সম্ভাব্য একাদশ
মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মহামুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, নাইম হাসান, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম এবং এবাদত হোসেন।
শ্রীলংকা সম্ভাব্য একাদশ
দিমুথ করুনারত্নে (অধিনায়তক), ওশাদা ফারনান্দো, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউস, ধনঞ্জয়া ডি সিলভা, দীনেশ চান্দিমাল, নিরোশান ডিকওয়েল্লা (উইকেটরক্ষক), লাসিথ এম্বালদেনিয়া, কাসুন রাজিথা, প্রাভিন জায়াইক্রামা এবং বিশ্ব ফারনান্দো।
Leave a Reply