প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৮, ২০২৫, ৪:৫৪ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১৬, ২০২২, ৩:২০ এ.এম
রাশিয়ার ওপর খুব কাছ থেকে নজর রাখছে ন্যাটো
সামরিক জোট ন্যাটোর সেক্রেটারি জেনারেল জেনস স্টলটেনবার্গ রোববার বলেছেন, রাশিয়ার ওপর খুব কাছ থেকে নজর রাখছে ন্যাটো।
ফিনল্যান্ড ন্যাটোতে যোগ দেওয়ার ইচ্ছার কথা আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার পর ন্যাটো সেক্রেটারি এমন মন্তব্য করলেন।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শনিবার ফিনল্যান্ডের প্রেসিডেন্টকে বলেন, ফিনল্যান্ডের ন্যাটোতে যোগ দেওয়ার বিষয়টি হবে একটি ‘ভুল’।
ফিনল্যান্ডের পর সুইডেনও ন্যাটোতে যোগ দেওয়ার ইচ্ছার কথা জানাবে।
রাশিয়ার ওপর নজর রাখার বিষয়ে ন্যাটো সেক্রেটারি জেনারেল বলেছেন, রাশিয়া কি করছে তা খুব কাছ থেকে নজর রাখছে ন্যাটো।
তিনি আরও বলেছেন, রাশিয়া যদি কোনো ন্যাটোভুক্ত দেশের ওপর আঘাত করে তাহলে সেটির জবাব দিতে প্রস্তুত আছে ন্যাটো।
ন্যাটো সেক্রেটারি জেনারেল আরও বলেছেন, ফিনল্যান্ড-সুইডেন যদি ন্যাটোতে যোগ দেয় তাহলে তা হবে ঐতিহাসিক এবং তা দেখাবে আগ্রাসন কোনো কাজে দেয় না।
তাছাড়া তুরস্ক যে বাধা দেওয়ার ইঙ্গিত দিয়েছে সেটি নিয়েও কথা বলেছেন স্টলটেনবার্গ। তিনি বলেছেন, তুরস্ক পরিস্কারভাবে জানিয়েছে তারা কোনো বাধা সৃষ্টি করবে না।
ন্যাটো সেক্রেটারি জেনারেল আরও বলেছেন, ফিনল্যান্ড-সুইডেনকে সদস্য করে নেওয়ার আগ পর্যন্ত তাদের নিরাপত্তা নিশ্চিতে ওই অঞ্চলে নিজেদের উপস্থিতি বাড়াবে ন্যাটো। সূত্র: বিবিসি
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।