1. admin@thedailypadma.com : admin :
করোনা মহামারিতে গেলো ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা বেড়েছে - দ্য ডেইলি পদ্মা
শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫৬ অপরাহ্ন

করোনা মহামারিতে গেলো ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা বেড়েছে

  • Update Time : বুধবার, ১৮ মে, ২০২২
  • ২১২ Time View

চলমান করোনা মহামারিতে গেলো ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা বেড়েছে। সাথে বেড়েছে নতুন রোগী শনাক্তের সংখ্যাও। গেলো একদিনে সারা বিশ্বে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন দেড় হাজারের বেশি মানুষ আর এই সময় নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে সোয়া ৮ লাখ।

করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে বুধবার (১৮ মে) সকালে পাওয়া তথ্য অনুযায়ী, গেলো ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৫৬৫ জন, আগের দিনের তুলনায় যা বেড়েছে সাড়ে চার শতাধিক। এই নিয়ে করোনা মহামারির শুরু থেকে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছালো ৬২ লাখ ৯২ হাজার ৪৩৭ জনে।

এদিকে বিগত একদিনে সারবিশ্বে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৮ লাখ ২৮ হাজার ২৮২ জন। আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে প্রায় এক লাখ। এই নিয়ে করোনার শুরু থেকে এখন পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫২ কোটি ৩৭ লাখ ৭৭ হাজার ৫৯০ জনে।

গেলো ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি করোনা সংক্রমণের ঘটনা ঘটেছে উত্তর কোরিয়ায়। আর দৈনিক প্রাণহানির তালিকায় আবারও শীর্ষস্থানে উঠে এসেছে যুক্তরাষ্ট্র। প্রাণহানির তালিকায় যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে ব্রাজিল, জার্মানি, ইতালি, রাশিয়া ও ফ্রান্স।

গেলো একদিনে বিশ্বে সবচেয়ে বেশি করোনা সংক্রমণের ঘটনা ঘটেছে উত্তর কোরিয়ায়। এই সময়ে দেশটিতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২ লাখ ৬৯ হাজার ৫১০ জন এবং মারা গেছেন ৬ জন। পূর্ব এশিয়ার দেশটিতে করোনার শুরু থেকে খন পর্যন্ত ১৪ লাখ ৮৩ হাজার ৬০ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৫৬ জন মারা গেছেন।

এদিকে করোনায় আক্রান্ত হয়ে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে উঠে এসেছে যুক্তরাষ্ট্র। বিগত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৭৫ হাজার ২৬৯ জন এবং মারা গেছেন ২৯৫ জন। করোনা মহামারিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত ৮ কোটি ৪৪ লাখ ৭৩ হাজার ৩৪৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১০ লাখ ২৭ হাজার ২৭৩ জন মারা গেছেন।

রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১১০ জন এবং নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ৪ হাজার ১২২ জন। এই নিয়ে করোনার শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১ কোটি ৮২ লাখ ৬৮ হাজার ৯৫৮ জন এবং করোনায় মৃত্যু হয়েছে ৩ লাখ ৭৭ হাজার ৮৬৯ জনের।

ইউরোপের আরেক দেশ জার্মানিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৮২ হাজার ৫৯১ জন এবং মারা গেছেন ১৭৬ জন। করোনার শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত ২ কোটি ৫৮ লাখ ৯২ হাজার ২৫৫ জন করোনা আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৩৮ হাজার ১৮৩ জন মারা গেছেন।

বিগত একদিনে ইতালিতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৪৪ হাজার ৪৮৯ জন এবং মারা গেছেন ১৪৮ জন। করোনার শুরু থেকে ইউরোপের এই দেশটিতে ১ কোটি ৭১ লাখ ১৬ হাজার ৪৫০ জন করোনা আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৬৫ হাজার ৪৯৪ জন মারা গেছেন।

গেলো দিনে ফ্রান্সে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৪৩ হাজার ৭২৭ জন এবং মারা গেছেন ৯০ জন। এই নিয়ে করোনার শুরু থেকে দেশটিতে ২ কোটি ৯২ লাখ ৩৩ হাজার ৩০৯ জন করোনা আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৪৭ হাজার ৫৬৮ জন মারা গেছেন।

গেলো ২৪ ঘণ্টায় যুক্তরাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৯৯ জন। এই নিয়ে করোনার শুরু থেকে এখন পর্যন্ত দেশটিতে ২ কোটি ২২ লাখ ৭ হাজার ১০২ জন করোনা আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৭৭ হাজার ৪১০ জন মারা গেছেন।

গত একদিনে করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় দ্বিতীয় অবস্থানে রয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। গেলো ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২২১ জন এবং নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২৬ হাজার ৩৮৬ জনের। এই নিয়ে করোনার শুরু থেকে এখন পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩ কোটি ৭ লাখ ২৮ হাজার ২৮৬ জন এবং মৃত্যু হয়েছে ৬ লাখ ৬৫ হাজার ২৭৭ জনের।

গেলো ২৪ ঘণ্টায় দক্ষিণ কোরিয়ায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩৫ হাজার ৭২ জন এবং মারা গেছেন ২৭ জন। করোনার শুরু থেকে পূর্ব এশিয়ার এই দেশটিতে এখন পর্যন্ত ১ কোটি ৭৮ লাখ ৩০ হাজার ৪২৯ জন করোনা আক্রান্ত হয়েছেন এবং ২৩ হাজার ৭৭১ জন মারা গেছেন।

গত একদিনে করোনা আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী ভারত। আর করোনায় মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান তৃতীয়। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ১ হাজার ৬৬২ জনের। এই নিয়ে করোনার শুরু থেকে এখন পর্যন্ত দেশটিতে মোট করোনা আক্রান্ত হয়েছেন ৪ কোটি ৩১ লাখ ২৭ হাজার ৩২ জন এবং মারা গেছেন ৫ লাখ ২৪ হাজার ২৬০ জন।

গেলো ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে অস্ট্রেলিয়ায় ৬৫ জন, স্পেনে ৪৮ জন, দক্ষিণ আফ্রিকায় ৪১ জন, থাইল্যান্ডে ৩৮ জন, কানাডায় ৩১ জন এবং জাপানে ২৮ জন মারা গেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews