চারটি জেলার ভাতা প্রাপ্ত পুরোহিত ও সেবাইতদের প্রথম বার্ষিক সম্মেলন বৃহস্পতিবার ফরিদপুরে অনুষ্ঠিত হয়েছে।
জেলা শিল্পকলা অডিটোরিয়ামে ফরিদপুর, রাজবাড়ী,ঝিনাইদহ ও মাগুরা জেলার ভাতাপ্রাপ্ত পুরোহিত ও সেবাইতদের বার্ষিক এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সকাল সাড়ে ১১ টায় ফরিদপুর জেলা শিল্পকলা একাডেমী অডিটরিয়ামে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ কার্যক্রম (২য় পর্যায়) এর প্রকল্প পরিচালক প্রফেসর শিখা চক্রবর্তী এর সভাপতিত্বে সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক দীপক কুমার রায়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার,জেলা শিক্ষা অফিসার বিষ্ণুপদ ঘোষাল,জেলা কালচারাল অফিসার পার্থ প্রতিম দাস। এসময় জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ননী গোপাল রায়, জেলা টিওটি সুব্রত মুখার্জী, টিওটি রনজীৎ চক্রবর্তী, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের জুনিয়র কনসালটেন্ট সুমন চন্দ্র পাল, জগদীশ চক্রবর্তী,হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের জুনিয়র কনসালটেন্ট (ট্রেনিং) কানাই লাল কুন্ডু সহ অন্যান্য নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা , পুরোহিত ও সেবাইতগন আধুনিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যাক্ত করা হয়।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।