প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৮, ২০২৫, ১০:২১ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২১, ২০২২, ৫:১১ পি.এম
ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি কমাতে ভারতে ডিজেল ও পেট্রলে শুল্ক কমানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার
ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি কমাতে ভারতে ডিজেল ও পেট্রলে শুল্ক কমানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। এর ফলে দেশটিতে কমবে ডিজেল ও পেট্রলের দাম। দেশটির কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই ঘোষণা দেন বলে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি শনিবার এক প্রতিবেদনে জানিয়েছে।
নির্মলা সীতারামন এক টুইট বার্তায় জানান, পেট্রলে ৮ রুপি ও ডিজেলে ৬ রুপি শুল্ক কমানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। এর ফলে পেট্রলের দাম লিটার প্রতি সাড়ে ৯ রুপি এবং ডিজেলের লিটারপ্রতি ৭ রুপি কমবে।
এছাড়া উজ্জ্বলা গ্যাস সিলিন্ডারে ২০০ রুপি করে ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন নির্মলা। এই সুবিধা পাওয়া যাবে বছরের ১২টি সিলিন্ডারের ক্ষেত্রে। এর ফলে ৯ কোটি গ্রাহক উপকৃত হবেন বলে জানিয়েছেন তিনি।
নতুন দাম শনিবার মধ্যরাত থেকেই নতুন দাম কার্যকর হবে।
টুইট বার্তায় ভারতের অর্থমন্ত্রী নিজের টুইটেই রাজ্যগুলোর কাছেও একই ভাবে শুল্ক কমানোর আবেদন জানিয়েছেন।
প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় সিলিন্ডার প্রতি ২০০ রুপি ভর্তুকি দেওয়ার সিদ্ধান্তের ফলে কেন্দ্রের কোষাগার থেকে বছরে অতিরিক্ত ৬১০০ কোটি রুপি খরচ হবে বলেও টুইট বার্তায় বলা হয়েছে।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।