মাহবুব পিয়াল,২২ মে,ফরিদপুর ঃ ফরিদপুর শহীদ মিনারের প্রথম নক্সাবিদ, বিশিষ্ট চিত্রশিল্পী ও বীরমুক্তিযোদ্ধা আব্দুস শুকুর মিয়া শুকপাক এর ২৬ তম মৃত্যু বার্ষিকী গতকাল শনিবার (২১ মে) পালিত হয়েছে। এ উপলক্ষে মরহুমের পরিবারের পক্ষ থেকে বাদ আছর শহরের কমলাপুর মাটিয়া গোরস্থান জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উল্লেখ্য ফরিদপুরের বিশিষ্ট চিত্রশিল্পী ও প্রশিক্ষক বীর মুক্তিযোদ্ধা আব্দুস শুকুর মিয়া শুকপাক ১৯৯৬ সনের ২১ মে ৭২ বছর বয়েসে ইন্তেকাল করেন।
মরহুমের কনিষ্ঠ পুত্র ভাস্কর শহিদুজ্জামান শিল্পি জানান, আমার পিতা মরহুম আব্দুস শুকুর মিয়া শুকপাক ছিলেন ফরিদপুরের প্রথম শহীদ মিনরের নকশাবিদ। তিনি ভারতের কুতুব মিনারের আদলে এটি করেছিলেন ১৯৫২ সালে। কারণ শহীদ মিনার সম্পর্কে তখন কাহারও কোন ধারণা ছিল না । জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে তিনি আজীবন রাজনীতি করেছেন তিনি।১৯৭১ তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও ফরিদপুর কমলাপুর মুজিব বাহিনীর ইউনিট কমান্ডার ছিলেন তিনি। ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন একজন চিত্রশিল্পী ও প্রশিক্ষক। তার হাত ধরেই ফরিদপুরে এই শিল্পের প্রসার ঘটে। তিনি তার পিতার রুহের মাগফিরাতের জন্য সকলের নিকট দোয়া কামনা করেছেন।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।