ইউক্রেন যুদ্ধ নিয়ে কঠোর বৈশ্বিক অবরোধের মুখে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস, পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনসহ ৯৬৩ আমেরিকানকে রাশিয়া প্রবেশ নিষিদ্ধ করেছে মস্কো। এ তালিকায় হলিউড সেলেব্রেটি মর্গ্যান ফ্রিম্যান, অভিনেতা-চলচ্চিত্র নির্মাতা রব রেইনারও রয়েছেন। আমেরিকান নিউজ নেটওয়ার্ক সিএনএন এ খবর প্রকাশ করেছে।
মস্কো জানিয়েছে, এই তালিকায় ওইসব লোককে অন্তর্ভুক্ত করা হয়েছে যারা 'রুশফোবিয়া' উস্কে দিচ্ছে এবং নিজেদের স্বার্থসিদ্ধি করছে। সাধারণ আমেরিকানদের এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি। কারণ কারা সবসময় আমাদের প্রতি শ্রদ্ধাশীল।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, রুশ ফেডারেশনে যেসব আমেরিকান নাগরিকের জন্য স্থায়ীভাবে প্রবেশ নিষিদ্ধ থাকবে, এমন একটি তালিকা তৈরি করছে রাশিয়া।
মন্ত্রণালয় জানায়, ওয়াশিংটনের বৈরী আচরণের কারণে ভবিষ্যতেও যথাযথ প্রতিক্রিয়া ব্যক্ত করা হবে।
সূত্র : হিন্দুস্তান টাইমস
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।