মিরপুর টেস্টে আজ সোমবার টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক। বাংলাদেশ দলে দুটি পরিবর্তন আনা হয়েছে। নাঈমের পরিবর্তে দলে ঢুকেছেন মোসাদ্দেক হোসেন সৈকত। অন্যদিকে পেসার শরিফুলের পরিবর্তে দলে জায়গা পেয়েছেন ইবাদত হোসেন।
অন্যদিকে শ্রীলঙ্কাও দুই পরিবর্তন নিয়ে নামছে মাঠে।
প্রথম চট্টগ্রাম টেস্ট ড্র হয়েছে। সেখানে বল হাতে বাংলাদেশের বোলাররা তেমন ভালো করতে পারেনি। মিরপুরে কেমন করতে পারে তাই দেখার বিষয়।
বাংলাদেশ দল : তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, সাকিব আল হাসান, মুমিনুল হক, লিটন দাস, মোসাদ্দেক হোসেন, মুশফিকুর রহিম, তাইজুল ইসলাম, ইবাদত হোসেন, খালেদ আহমেদ ও নাজমুল হোসেন শান্ত।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।