আর্জেন্টিনা ও ইতালি বুধবার রাতে ওয়েম্বলি স্টেডিয়ামে ‘ফাইনালিসিমা’ ম্যাচে মুখোমুখি হবে। এই ম্যাচ দিয়েই নির্ধারিত হবে ইউরোপে চ্যাম্পিয়নদের মধ্যে শ্রেষ্ঠ কোন দল। তবে ম্যাচের আগে ইতালির গোলরক্ষক জিয়ানলুইজি ডনারুম্মা সতর্ক। বলেছেন, আর্জেন্টিনা দুর্দান্ত। তাদের বিপক্ষে জিততে হলে সেরা প্রস্তুতি নিতে হবে। গত বছর কোপা আমেরিকা জিতেছে আর্জেন্টিনা আর ইউরো কাপের শিরোপা ঘরে তুলেছিল ইতালি। দুই চ্যাম্পিয়ন দেশের মধ্যে সেরা নির্বাচিত হবে বুধবার রাতে ওয়েম্বলিতে।
এ পর্যন্ত আর্জেন্টিনার বিপক্ষে ১৬ ম্যাচ খেলে ছয়টি জিতেছে ইতালি। বাকি ১০ ম্যাচের পাঁচটিতে জয় আর্জেন্টিনার, ড্র পাঁচটি। তবে শেষ পাঁচ ম্যাচে আর্জেন্টিনাকে হারাতে পারেনি আজ্জুরিরা। এ ছাড়া কাতার বিশ্বকাপের টিকিট পায়নি ইতালি।
Leave a Reply