আজ থেকে বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করছে রাজধানী ঢাকা ও ভারতের জলপাইগুড়ির মধ্যকার আন্তঃদেশীয় ট্রেন ‘মিতালী এক্সপ্রেস’। ট্রেনটি ভারতের নিউ জলপাইগুড়ি থেকে বাংলাদেশের ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনের মধ্যে চলাচল করবে।
মঙ্গলবার (৩১ মে) রেলপথ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, ভারতের দিল্লিতে মিতালী এক্সপ্রেসের ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
মিতালী এক্সপ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশের রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন ইতোমধ্যে ভারতে গিয়েছেন। তিনি এবং ভারতের রেলমন্ত্রী আশ্বিনি বৈষ্ণব আজ সকাল ৯টা ২৫ মিনিটে ট্রেনটির ভার্চ্যুয়াল ফ্ল্যাগ অফ করবেন।
ভারতের হলদিবাড়ি ও বাংলাদেশের চিলাহাটি রুট দিয়ে চলাচল করবে মিতালি এক্সপ্রেস। এর যাত্রা সময় ধরা হয়েছে ৯ ঘণ্টা ৫৫ মিনিট। প্রতি সপ্তাহে দুই দিন চলাচল করবে ট্রেনটি। বাংলাদেশ থেকে ট্রেনটি ছাড়বে সোমবার ও বৃহস্পতিবার এবং ভারত থেকে ছাড়বে রোববার ও বুধবার।
ঢাকা ক্যান্টনমেন্ট থেকে ট্রেনটি ছেড়ে যাবে রাত ৯টা ৫৯ মিনিটে (বিএসটি), নিউ জলপাইগুড়ি পৌঁছাবে সকাল ৭টা ১৫ মিনিটে। অন্যদিকে নিউ জলপাইগুড়ি থেকে ট্রেনটি ছেড়ে আসবে বেলা ১১টা ৪৫ মিনিটে (আইএসটি), ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনে পৌঁছাবে রাত ১০টা ৩০ মিনিটে (বিএসটি)।
মিতালি এক্সপ্রেসের ভাড়া নির্ধারণ করা হয়েছে এসি বার্থে ৫ হাজার ২৫৫ টাকা, এসি সিটে ৩ হাজার ৪২০ টাকা এবং এসি চেয়ারে ২ হাজার ৭৮০ টাকা করে।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।