মঙ্গলবার কলকাতায় গান গাইতে আসা প্রখ্যাত সংগীতশিল্পী কেকে'র প্রয়াণে অস্বাভাবিকত্ব কিছু নেই- বুধবার এসএসকেএম হাপাতালের চিকিৎসকরা পোস্টমর্টেমের পর এই তথ্য জানান। যদিও কেকে'র ঠোঁটে ক্ষতচিহ্ন ছিল। তার হোটেলে ফরেনসিক বিশেষজ্ঞরাও গেছেন, তবু ময়না তদন্তের পর কেকে'র স্ত্রী জ্যোতি, ছেলে নকুল ও মেয়ে তামারার হাতে দেহ তুলে দেয়া হয়। বিকেলেই বিমানে কেকে'র দেহ নিয়ে পরিবার মুম্বই উড়ে গেছে। বৃহস্পতিবার সকাল এগারোটায় মুম্বইয়ে কেকে'র শেষবিদায়।
তবে কেকের মৃত্যুকে ঘিরে কিছু প্রশ্ন উঠেছে। ৫৩ বছর বয়সী এই গায়ক একদম সুস্থ এবং ফিট ছিলেন। ধূমপান এবং মদ্যপান থেকে তিনি দূরে থাকতেন। তাহলে এমন কী ঘটল যে মুহূর্তের মধ্যে মৃত্যুর কোলে ঢলে পড়েলেন এই গায়ক? তার মাথায় এবং মুখে আঘাতের চিহ্ন দেখা গেছে। তাই কেকের মৃত্যু স্বাভাবিক নয় বলে অনেকের ধারণা।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।