মাহবুব পিয়াল,ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুর উপজেলার মানবিক সংগঠনের আয়োজনে দুই দিন ব্যাপী হিফজুল কোরআন তেলোয়াত প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। কোরআন তেলোয়াত প্রতিযোগীতার শুভ উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান মাহমুদ রাসেল। এ প্রতিযোগীতায় মোট ৫৫ জন প্রতিযোগী অংগ্রহন করে। এদের মধ্যে হাটকৃষ্ণপুর এমদাদুল উলুম মাদ্রাসার মোঃ সাইদুল ইসলাম প্রথম, নতুন বাজার মাদ্রাসার মোঃ সাব্বির হুসাইন দ্বিতীয় ও হাটকৃষ্ণপুর এমদাদুল উলুম মাদ্রাসার ছাত্র মোঃ আব্দুলাহ তৃতীয় স্থান অধিকার করে।
শনিবার (৪জুন) বিকেলে প্রতিযোগীতায় বিজয়ী প্রথম ৩জনকে স্বর্নের মেডেল সহ সেরা ১০জন বিজয়ীদের হাতে পুরুস্কার তুলে দেন সদরপুর উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান মাহমুদ রাসেল । এসময় মানবিক সংগঠনের সভাপতি মোঃ সরোয়ার হোসেন, সাধারন সম্পাদক মিজানুর রহমানসহ সংগঠনের সদস্য বৃন্দরা উপস্থিত ছিলেন।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।