নয়নতারা ও পরিচালক বিগনেশ শিবানের দীর্ঘ সাত বছরের প্রেমের পর্ব চুকিয়ে বিয়ে বন্ধনে আবদ্ধ হলেন। গতকাল বৃহস্পতিবার (৯ জুন) সকালে তামিল নাড়ুর মহবালিপুরামের প্লাস হোটেলে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।
সকাল সকাল বিগনেশ ও নয়নতারার বিয়েতে হাজির হয়েছেন আগামী ছবি'র 'জওয়ান'র নায়ক শাহরুখ খান। সঙ্গে রয়েছেন তার ম্যানেজার পূজা।
আরও হাজির হয়েছেন জওয়ান এর পরিচালক অ্যাটলি কুমার।
খুব বড় আয়োজনের না হলেও কম ছোট আয়োজন হয়নি বিয়ে। নয়নতারার বিয়েতে হাজির হওয়ার পর শাহরুখের সেখানকার ছবি নেটমাধ্যমে ছড়িয়ে পড়ে। তাতে দেখা যায় সাদা শার্ট ও বেজ কালারের কোর্ট, চোখে সানগ্লাস। বিগনেশের সঙ্গেও একটি ছবিতে দেখা যায় শাহরুখ ও তার ম্যানেজার পুজাকে।
বিয়ের দিন নয়নতারার পরনে ছিল ঐতিহ্যবাহী লাল শাড়ি এবং বিগনেস শিবান একটি ঐতিহ্যবাহী সোনালি বর্ডারযুক্ত ভেষ্টির ওপর ক্রিম রঙের কুর্তা পরেছিলেন। বর এবং কনের বিয়ের পোশাকগুলো মনিকা শাহের জাদের ডিজাইন করা। নয়নতারার লাল শাড়ির সঙ্গে সবুজ-পাথরের চোকার সেট ডিজাইন করা হয়েছিল, একই রকম পাথরের আরেকটি নেকপিস এবং ছয়টি স্ট্রিংয়ে একটি দীর্ঘ নেকপিস যুক্ত করা হয়েছিল।
এই ছবিটিই নেটিজেনরা পছন্দ করেছেন
ঐতিহ্যবাহী খোঁপা এবং সাদা ফুলের একটি গজরার সঙ্গে তার আনুষাঙ্গিক চুল বেঁধে নয়নতারার ব্রাইডাল মেকআপ করেছিলেন সেলিব্রিটি মেক-আপ আর্টিস্ট পুনিত বি সাইনি। তিনি সেই শিল্পী যিনি বিয়ের দিন আলিয়া ভাটকে ডল আপ করেছিলেন। এর পাশাপাশি দীপিকা পাড়ুকোনের স্টাইলিস্ট শালিনা নাথানি, নয়নতারাকে বিয়ের অনুষ্ঠানের জন্য প্রস্তুত করেছিলেন।
এই সাজ নিয়েই টুইটারে নয়নতারা নিজের ও বিগনেশের একটি করে ছবি প্রকাশ করেছেন। তার এই ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ছড়িয়ে পড়েছে।
পরিবার এবং ঘনিষ্ঠজনদের নিয়েই বিয়ে সারেন তারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রজনীকান্ত, শাহরুখ খান, অ্যাটলি কুমার, বিজয় সেতুপতি, মণিরত্নমসহ আরও অনেকে।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।