1. admin@thedailypadma.com : admin :
মহানবী (সা.) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে ১৬ জুন ভারতীয় দূতাবাস ঘেরাও - দ্য ডেইলি পদ্মা
সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৬ পূর্বাহ্ন

মহানবী (সা.) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে ১৬ জুন ভারতীয় দূতাবাস ঘেরাও

  • Update Time : শুক্রবার, ১০ জুন, ২০২২
  • ১৫৯ Time View

মহানবী (সা.) ও তার সহধর্মিনীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে আগামী ১৬ জুন ঢাকাস্থ ভারতীয় দূতাবাস ঘেরাও ও স্মারকলিপি পেশ করার কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দূতাবাস ঘেরাও কর্মসূচিতে নেতৃত্ব দিবেন দলের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ ভারতে মহানবী (সা.) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে আজ বাদ জুমা বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেইটে বিশাল মিছিল পূর্ব বিক্ষোভ সমাবেশে এ কর্মসূচি ঘোষণা করেন দলের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। প্রধান অতিথির বক্তব্যে মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেন, ভারত দেশটি থেকে মুসলমান উৎখাতের ষড়যন্ত্র করছে। সুর্দীঘ সাড়ে ৭শ’ বছর মুসলমানরা ভারত শাসন করেছে। এই দীর্ঘ শাসনামলে মুসলমানরা কোনো হিন্দুর ওপর জুলুম নির্যাতন করেনি। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগরী আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর সভাপতি প্রিন্সিপাল ফজলে বারী মাসউদ। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন্দ, অধ্যাপক মাহবুবুর রহমান, দলের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, মাওলানা আলহাজ আমিনুল ইসলাম মাওলানা গাজী আতাউর রহমান, মাওলানা ইমতিয়াজ আলম, মাওলানা আহমদ আব্দুল কাইয়ূম, অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন, মাওলানা নেছার উদ্দিন, আলহাজ মো. শাহাদাত হোসেন ও মো. শহিদুল ইসলাম রিয়াদ। পরে নগরীতে বিশাল মিছিল বের করা হয়। এছাড়া মহানবী (সা.) ও তার সহধর্মিনীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বায়তুল মোকাররম জাতীয় মসজিদ, রাজধানীর বিভিন্ন এলাকায় এবং ইসলামী আন্দোলনের উদ্যোগে বিভিন্ন জেলায় বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালিত হয়েছে।

বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ বলেন, ভারতের ক্ষমতাসীন দল বিজেপির নেতাদের একের পর এক ইসলাম ও মানবতার মুক্তির দূত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তাঁর পরিবার নিয়ে কটুক্তি সারা বিশ্বের মুসলমানদের চরমভাবে ক্ষুব্ধ করেছে। বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হলেও এখানে সংখ্যালঘু স¤প্রদায়ের লোকেরা বরাবরের মতো নিরাপদ ও সপ্রতির মধ্যে বসবাস করে যাচ্ছে। নেতৃবৃন্দ ভারতের মোদি সরকারকে হুশিয়ারি উচ্চারণ করে বলেন, ভারত থেকে মুসলিম উৎখাতের ষড়যন্ত্র সফল হবে না। নবীর শানে যারা বেয়াদবি করেছে তাদেরকে গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অন্যথায় ভারত খান খান হয়ে যাবে। তারা বর্তমান সরকারের নীরবতায় ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব পাশ করার জোর দাবি জানান। একই দাবিতে ইসলামী ঐক্য আন্দোলনের নায়েবে আমির মাওলানা মো.রুহুল আমিনের নেতৃত্বে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেইট থেকে নগরীতে বিক্ষোভ মিছিল বের করা হয়। বাদ জুমা নগরীর মহাখালী গুলশান হাফেজ্জী হুজুর (রহ.) খানকাহ কার্যালয়ে বাংলাদেশ খেলাফত আন্দোলন ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল বের করা হয়। হাফেজ মাওলানা ইব্রাহিম বিন আলীর সভাপতিত্বে মিছিলে নেতৃত্ব দেন দলের আমির মাওলানা আবু জাফর কাসেমী।

মহানবীকে অবমাননার প্রতিবাদে ঢাকায় মুসল্লিদের ঢল

এছাড়া রাজধানীর ঐতিহ্যবাহী তেজগাঁও রহিম মেটাল জামে মসজিদ দক্ষিণ গেটে এক বিশাল গণজমায়েত অনুষ্ঠিত হয়েছে। জুমার পর মুসুল্লিদের প্রতিবাদ মিছিল হয়েছে আরো বিভিন্ন স্থানে।

তেজগাঁওয়ের গণজমায়েতে বিশিষ্ট আলেম আল্লামা মাহমুদুল হাসান মমতাজী বলেন, মহানবীর সা: মর্যাদা রক্ষায় আমরা জীবন দিতেও প্রস্তুত। এই বিজেপি বার বার মুসলমানদের কলিজায় আঘাত হানছে, কখনো বাবরী মসজিদ, কখনো হিজাব, কখনো আজান, কখনো গোহত্যা বিতর্ক সৃষ্টি করেছে। এখন আবার মুসলমানদের সবচেয়ে স্পর্শকাতর মহানবী সা: ও তার স্ত্রী আয়েশা সিদ্দিকা রা: সম্বন্ধে অবমাননাকর কটূক্তি করে মুসলমানদের কলিজায় আঘাত করেছে। এটা মেনে নেয়া হবে না। ইন্ডিয়ান পণ্য বয়কটের মাধ্যমে আমরা সমুচিত জবাব দেব।

তেজগাঁও রহিম মেটাল জামে মসজিদের খতিব ও ইসলামিক কালচারাল ফোরাম বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান মমতাজীর সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল মাওলানা মো: নাজমুল হকের পরিচালনায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিশাল গণজমায়েতে আরো বক্তব্য রাখেন আল ফালাহ মসজিদের খতীব মাওলানা মানসুরুল হক, রহিম মেটাল মাদরাসার মুহতামিম মাওলানা নাসির উদ্দীন, বনানী চেয়ারম্যান বাড়ী মসজিদের খতীব মুফতী মাসুম আহমাদ কাসেমী, বিটিসিএল মসজিদের খতীব মাওলানা শফিকুল ইসলাম, নাখালপাড়া বায়তুন নূর মসজিদের খতীব মাওলানা আবু ওবায়দা, বিজিপ্রেস মসজিদের খতীব মাওলানা হাফিজুর রহমান, সিএন্ডবি মসজিদের ইমাম মাওলানা আলী হোসেন প্রমুখ।

আরো বক্তব্য রাখেন পশ্চিম ধানমন্ডি মসজিদের খতীব মাওলানা মোতাহার উদ্দিন, সিএন্ডবি স্টাফ কোয়ার্টার মসজিদের খতীব মাওলানা যাইনুল আবেদীন, জিএমজি মসজিদের খতীব মাওলানা মাহসিন মাশকুর, লিচু বাগান মসজিদের খতীব মুফতী আল আমীন।

এদিকে ভারতের ক্ষমতাসীন বিজেপির মুখপাত্র নূপুর শর্মা ও দিল্লি শাখার গণমাধ্যম প্রধান নবীন কুমার জিন্দালের মহানবী সা:-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল বের করেছে সাধারণ মুসল্লিরা।

ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বিভিন্ন ইসলামী সংগঠন এসব প্রতিবাদ মিছিলের আয়োজন করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews