গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় কেউ মারা না গেলেও শনাক্ত হয়েছেন ১২৮ জন। গতকাল শনাক্ত ছিল ১০৯ জন।
এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ২৯ হাজার ১৩১ জন। শনাক্ত ১৯ লাখ ৫৪ হাজার ২৪৩ জন। সোমবার (১৩ জুন) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এদিন সুস্থ হয়েছেন ৭১ জন এবং এখন পর্যন্ত সুস্থ ১৯ লাখ ৫ হাজার ৩৩৭ জন।
স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৬ হাজার ৬৮৫টি। অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা হয়েছে ৬ হাজার ৬৮৮টি।
স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০ নমুনায় ১ দশমিক ৯৮ শতাংশ এবং এখন পর্যন্ত ১৩ দশমিক ৭৭ শতাংশ শনাক্ত হয়েছে।
শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছে ৯৭ দশমিক ৫০ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৪৯ শতাংশ।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।