মাহবুব পিয়াল,ফরিদপুর প্রতিনিধি : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দুই নেতার কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানবন্ধন করেছে ফরিদপুর ইমাম কল্যান ফাউন্ডেশন ও কওমী উলামা পরিষদ ।
রবিবার বিকেলে শহরের বিভিন্ন এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে ফরিদপুর প্রেসক্লাবের সামনে এসে জমায়েত হন মুসুল্লিরা।পরে সেখানে অনুষ্টিত মানববন্ধনে মহানবী (সা.) ও হজরত আয়েশা (রা.)-কে নিয়ে অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে অবিলম্বে রাষ্ট্রীয়ভাবে নিন্দা প্রস্তাব আনার জোর দাবি জানিয়ে বক্তব্য রাখেন ইমাম কল্যান ফাউন্ডেশন ফরিদপুরের সভাপতি মাওলানা কেরামত আলী,সাধারন সম্পাদক মাওলানা ইসমাইল হোসাইন। এসময় মুফতি কামারুজ্জামান ,মুফতি মাহমুদুল হাসান ফায়েক,মাওলানা আমজাদ হোসাইন,মাওলানা কবির আহমাদ,মুফতি আবু সাঈদ,মাওলানা মুনসুর আহমাদ,মাওলানা আবুল হোসেন সহ ইমাম কল্যান ফাউন্ডেশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, মহানবী (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্য করে বিজেপির দুই নেতা বিশ্বের কোটি কোটি মুসলমানের হৃদয়ে আঘাত করছে। মানববন্ধন থেকে অবিলম্ভে তাদের কে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানানো হয়।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।