জার্মানিতে বার্ষিক মুদ্রাস্ফীতির হার গত মে মাসে বেড়ে ৭ দশমিক ৯ শতাংশ হয়েছে। জার্মানির ফেডারেল স্ট্যাটিস্টিকস অফিস (ডেস্টাটিস) সূত্রের বরাত দিয়ে মঙ্গলবার রুশ সংবাদমাধ্যম আরটি এ খবর জানিয়েছে।
কেবল মে মাসেই দ্রব্যমূল্যের দাম বেড়েছে দশমিক ৯ শতাংশ। এর আগে এপ্রিলে এ হার ছিল দশমিক ৮ শতাংশ। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডেস্টাটিস জানায়, এটা ইউরোপের সবচেয়ে বড় অর্থনীতির দেশ জার্মানিতে গত ৫০ বছরের মধ্যে সর্বোচ্চ। ডেস্টাটিস-এর প্রেসিডেন্ট জর্জ থিয়েল বলেন, ‘পরপর তিনমাস ধরে জার্মানিতে এ ধরনের মুদ্রাস্ফিতি রেকর্ড করা হচ্ছে। মুদ্রাস্ফিতি বাড়ার মূল কারণ জ্বালানির মূল্যবৃদ্ধি।’ তিনি বলেন, ‘আমরা অন্য জিনিসপত্রের, বিশেষ করে খাবারের মূল্যও বাড়তে দেখছি।’
সর্বশেষ জার্মানিতে ১৯৭৩-৭৪ সালের শীতকালে এ ধরনের উচ্চ মুদ্রাস্ফিতি দেখা গেছে। তখনও জ্বালানি তেলের সংকটের কারণে তেলের মূল্য বেড়ে গিয়েছিল। ইউক্রেন যুদ্ধের প্রভাবে কার্যত জার্মানিতে জিনিসপত্রের দামের ওপর প্রভাব পড়ছে। সেখানে গ্যাসের মূল্য ২০২১ সালের মে মাসের তুলনায় চলতি বছরের মে মাসে ৫৫ দশমিক ২ শতাংশ বেড়েছে। জ্বালানির মূল্য বেড়েছে ৪১ শতাংশ।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।