আজ শুরু হচ্ছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট। তবে ক্রিকেটপ্রেমীদের জন্য মোটেও ভালো খবর নয় যে প্রায় দুই দশক পর বাংলাদেশ ক্রিকেট দলের ম্যাচ টিভিতে উপভোগ করতে পারবেন না তারা। এমনকি কোনো অনলাইন প্ল্যাটফর্মেও এই সিরিজ সম্প্রচার করার সুখবর দিতে পারেননি ক্রিকেট নীতি নির্ধারকরা।
এদিকে বাংলাদেশের সিরিজ বাদে আজ পাল্লেকেলেতে আজ দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হতে চলেছে শ্রীলঙ্কা–অস্ট্রেলিয়া। এছাড়াও বিশ্ব গলফ আসরের সবচেয়ে বড় আসর ইউএস ওপেন শুরু হচ্ছে আজ।
চলুন এক নজরে দেখে নেয়া যাক ক্রীড়াপ্রেমীরা আজ কোন টিভি চ্যানেলে কোন খেলা বা খেলার অনুষ্ঠান উপোভোগ করতে পারবে।
ক্রিকেট
শ্রীলঙ্কা–অস্ট্রেলিয়া
২য় ওয়ানডে
বেলা ৩টা
সনি সিক্স
রঞ্জি ট্রফি
সেমিফাইনাল
বাংলা–মধ্য প্রদেশ
সকাল ১০টা
স্টার স্পোর্টস ২
গলফ
ইউএস ওপেন
রাত ৯টা
ইউরোস্পোর্ট
অ্যাথলেটিকস
ডায়মন্ড লিগ
অসলো মিট
রাত ১২টা
স্পোর্টস ১৮
Leave a Reply