বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজে জড়িয়ে গেছে এক ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণ। স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের আর কিছুদিন বাকি। বিশ্বদরবারে তার পটভূমি আর আগমনী বার্তা তুলে ধরতেই সিরিজটির নাম রাখা হয়েছে পদ্মা সেতুর নামে। বাংলাদেশের স্বপ্ন পূরণের মুহূর্তে নর্থ সাউন্ডের স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে প্রথম টেস্টটিতে টস জিতে বোলিং নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), মুমিনুল হক, লিটন দাস, নুরুল হাসান, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, খালেদ আহমেদ ও এবাদত হোসেন।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জন ক্যাম্পবেল, রেইমন রেইফার, এনক্রুমাহ বনার, জার্মেইন ব্ল্যাকউড, কাইল মেয়ার্স, জশুয়া ডা সিলভা, আলজারি জোসেফ, কেমার রোচ, গুদাকেশ মোটি, জেইডেন সিলস।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।