মাহবুব পিয়াল, ১৮ জুন,ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংস্কৃতি খাতে বরাদ্দ বৃদ্ধি এবং ৮ দফা দাবি বাস্তবায়নে দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে এ কার্যক্রম পালন করে তারা।
এ উপলক্ষে শনিবার সকাল সাড়ে এগারোটায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন ও সমাবেশ এর আয়োজন করে সম্মিলিত সাংস্কৃতিক জোট।
এতে ফরিদপুর প্রেসক্লাবের সিনিয়র সদস্য সংস্কৃতিক সাংস্কৃতিক জোট ফরিদপুর জেলা শাখার সভাপতি আমিনুর রহমান ফরিদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবুল ফয়েজ শাহনেওয়াজ সাধারণ সম্পাদক আবু সুফিয়ান চৌধুরী কুশল, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সিরাজ ই কবির খোকন ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম পিকুল, ফুলকির সাধারণ সম্পাদক সিরাজুল আজম আব্দুর রব, এডভোকেট বশির চৌধুরী, ফরিদপুর লালন পরিষদের সভাপতি হাফিজুর রহমান পাগলা বাবলু খান, রাসিনের নির্বাহী পরিচালক ও নারীনেত্রী আসমা আক্তার মুক্তাসহ অনেকে।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।