পদ্মায় তীব্র স্রোতের কারণে শিমুলিয়া- মাঝিকান্দি নৌ রুটের ফেরি চলাচল বন্ধ। ঘাটে আসা যানবাহনকে বিকল্প পথে যেতে পরামর্শ দেয় বিআইডব্লিউটিসি।
রোববার রাত সাড়ে নয়টা থেকে এই রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়। পানির স্রোত কমলে তবেই আবার ফেরি চলাচল শুরু করবে।
বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের সহ মহা ব্যবস্থাপক শফিকুল ইসলাম বাংলাদেশ জার্নাল কে জানান, পদ্মায় প্রবল স্রোত বইছে,সকল প্রকার ঝুঁকি এড়াতে রোববার রাত সাড়ে নয়টা থেকে এই রুটের ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই রুটে ফেরি বন্ধ থাকবে বলেও জানান তিনি। শফিকুল ইসলাম।
তিনি আরও বলেন, দুই পাড়ে জমে থাকা সাড়ে তিনশ গাড়িকে বিকল্প পথ ব্যবহার করে গন্তব্যস্থলে যেতে মাইকিং করা হয়েছে।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।