1. admin@thedailypadma.com : admin :
পদ্মা সেতুর উদ্বোধন: কঠোর নিরাপত্তার চাদরে ঢাকা রয়েছে শিবচরের বাংলাবাজার ঘাট - দ্য ডেইলি পদ্মা
রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫৪ পূর্বাহ্ন

পদ্মা সেতুর উদ্বোধন: কঠোর নিরাপত্তার চাদরে ঢাকা রয়েছে শিবচরের বাংলাবাজার ঘাট

  • Update Time : শুক্রবার, ২৪ জুন, ২০২২
  • ১৯১ Time View

শনিবার (২৫ জুন) দক্ষিণ অঞ্চলের মানুষের স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন হতে যাচ্ছে। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে তিনি শিবচরের বাংলাবাজার ঘাটে এক বিশাল জনসমাবেশে বক্তব্য রাখবেন। ইতোমধ্যে প্রস্তুত হয়েছে জনসভার মঞ্চ। জনসভাস্থলে নিরাপত্তা জোরদার করা হয়েছে। কঠোর নিরাপত্তার চাদরে ঢাকা রয়েছে শিবচরের বাংলাবাজার ঘাট এবং আশপাশের প্রায় তিন কিলোমিটার এলাকা। সভাস্থলের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ, ফায়ার সার্ভিসসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

শুক্রবার সকাল থেকে বিকাল পর্যন্ত বাংলাবাজার ঘাট এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা যায়। দিন গড়িয়ে বিকাল পর্যন্ত জনসভাস্থল ও আশপাশে তাদের উপস্থিতি বাড়তে থাকে।

এদিকে শিবচরের বাংলাবাজার ঘাট ছাড়াও ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচর ও জাজিরা এলাকায় র‌্যাব, পুলিশ, গোয়েন্দা সংস্থাসহ আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। প্রতি ১০ গজ পর পুলিশ, র‌্যাব সদস্য মোতায়েন করা হয়েছে। সকাল থেকেই আকাশে হেলিকপ্টারের মহড়া দেখা গেছে।

3

সকাল থেকেই আকাশে হেলিকপ্টারের মহড়া দেখা গেছে।

এদিকে সকাল থেকেই বাংলাবাজার ঘাট এলাকায় পুলিশের বোম্ব ডিসপোজাল টিমের গাড়ি দেখা গেছে। এ ছাড়াও সকাল ১০টার দিকে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, বেলা ১১টার দিকে পুলিশের মহাপরিদর্শক বেনজির আহমেদ, পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম, দুপুরে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বাংলাবাজার ফেরিঘাটে প্রধানমন্ত্রীর জনসভাস্থল পরিদর্শনে আসেন।

এদিকে জনসভাকে ঘিরে পুরো মাদারীপুরবাসীর মধ্যে বইছে উদ্দীপনা আর আনন্দ। পুরো ঘাট এলাকায় একসঙ্গে এত পুলিশ, র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দেখে বিস্মিত হন তারা। অনেকেই বলেন, ‘জীবনে এরকম নিরাপত্তা আয়োজন দেখিনি।’

ঘাট এলাকার যুবক দেলোয়ার হোসেন বলেন, ‘পুরো ঘাটে পুলিশ-র‌্যাব। আকাশেও পর পর তিন-চারটি হেলিকপ্টার দেখছি। এসএসএফ মঞ্চের আশপাশে কাউকে যেতে দিচ্ছে না। তবে আমরা অনেক আনন্দিত আমাদের এলাকায় এমন একটি জনসভা হবে।’

সুজন পাল বলেন, ‘কাল জনসভা এলাকায় লোকজন নিয়ে আসবো। আজ আগেই এসেছি, একটু এলাকাটা দেখবো বলে। তবে এত পুলিশ-র‌্যাব কখনও দেখিনি।’

মাদারীপুরের পুলিশ সুপার (এসপি) গোলাম মোস্তফা রাসেল বলেন, ‘কাল মাননীয় প্রধানমন্ত্রী এই এলাকায় আসবেন। আমরা তার আগমনকে ঘিরে কঠোর অবস্থানে রয়েছি। তা ছাড়া আমরা এসএসএফের সঙ্গে সমন্বয় করে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেছি। সকালে ঘাটে আমাদের আইজিপি মহোদয় এসেছিলেন। তিনি সার্বিক প্রস্তুতি ঘুরে দেখেন এবং ব্রিফিং করেন।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews