সোমবার (২৭ জুন) থেকে পদ্মা সেতুতে অনির্দিষ্টকালের জন্য মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করা হয়েছে। এদিন ভোর ৬টা থেকে এ সেতুতে মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে।
রোববার রাতে সেতু বিভাগ এ নির্দেশনা দিয়েছে। তথ্য অধিদফতর থেকে গণমাধ্যমে প্রচারের জন্য পাঠানো এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এরমধ্যে, পদ্মা সেতু উন্মুক্তের প্রথম দিনেই মোটরসাইকেল দুর্ঘটনায় দুইজন আহত হয়েছেন।
উল্লেখ্য, প্রথম দিনেই পদ্মা সেতুতে নিয়ম ভাঙার হিড়িক পড়েছে। চলাচলের ক্ষেত্রে সেতু কর্তৃপক্ষের নির্দেশনা ছিল, পদ্মা সেতুর কোথাও কোনো গাড়ি থামানো যাবে না। তবে সে নিয়মকে তোয়াক্কা না করে মাঝ সেতুতে গাড়ি থামিয়ে অনেককেই ছবি তুলতে দেখা গেছে। কেউ করছেন ভিডিও, কেউ সেলফি তুলেছেন। বেশ কয়েকজনকে ছবি তোলার পাশাপাশি দেখা গেছে টিকটক ভিডিও করতে। অনেকে আবার পায়ে হেঁটেই পাড়ি দিয়েছেন পদ্মা সেতু, যা সেতু কর্তৃপক্ষ কর্তৃক সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
৬ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতুতে বাইসাইকেল, অটোরিকশা চলাচল নিষিদ্ধ থাকলেও মোটর সাইকেল চলাচলে বাধা ছিল না। বাইকের জন্য ১০০ টাকা টোলও নির্ধারিত হয়েছিল।
শনিবার উদ্বোধনের পর রোববার সকাল ৬টায় খুলে দেওয়া হয় পদ্মা সেতু। তখন থেকেই মোটর সাইকেলের ঢল নামে। সন্ধ্যায়ও প্রচুর মোটর সাইকেলকে সেতুতে ওঠার অপেক্ষায় থাকতে দেখা যায়।
মোটর বাইকের আরোহীরা সেতুর উপর উঠে দল বেঁধে, আনন্দ-উল্লাস আর হৈ-হুল্লোড়ে মেতে ছিল দিনভর। এর মধ্যে একটি বাইক দুর্ঘটনার খবরও আসে সোশাল মিডিয়ায়।
এক পর্যায়ে সেতু বিভাগ থেকে গণবিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়, সেতুর উপর গাড়ি থামানো কিংবা হাঁটা সম্পূর্ণ নিষিদ্ধ।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।